ওয়াশিংটন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবন নিয়ে একটি কফি টেবিল বুক প্রকাশিত হল মার্কিন মুলুকে।


‘দ্য মেকিং অফ আ লেজেন্ড’-শীর্ষক বইতে ২০১৪ সাল থেকে শুরু করে মোদীর জীবনে সংঘর্ষ, তাঁর উদ্যোগ এবং সর্বোপরি তাঁর যাত্রা বিভিন্ন লেখা ও চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বইটির রচয়িতা হলেন বিন্দেশ্বর পাঠক, যিনি স্বেচ্ছাসেবী সংগঠন সুলভ ইন্টারন্যাশনাল-এর প্রতিষ্ঠাতা।


এদিনের বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক মার্কিন আইনসভার সদস্য। বইয়ের কপি মর্গ্যান গ্রিফিথ, টমাস গ্যারেট, বারবারা কমস্টক, টেড ইয়োহো এবং অমি বেরাকে দেওয়া হয়। প্রত্যেকেই মোদীর উদ্যোগ ও সংঘর্ষের প্রশংসা করেন।


মোদীকে সত্যিকারের ‘তৃণমূলস্তর থেকে উঠে আসা নেতা’ ব্যাখ্যা করে পাঠক বলেন, ২০১৯ সালের মধ্যে ভারতে ১০০ শতাংশ শৌচাগার নির্মাণ হয়ে যাবে। তিনি মোদীকে সমাজ কল্যাণ ও ভারতের উন্নয়নের ‘সত্যি অভিভাবক’ হিসেবে উল্লেখ করেন।