বোস্টন:  বোস্টন ম্যারাথনে প্রথম মহিলা প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন কুড়ি বছরের ক্যাথরিন সুইত্জ্যার। ফের পঞ্চাশ বছর বাদে সেই একই বোস্টন ম্যারাথনে অংশ নিলেন ক্যাথরিন। তাঁর বয়স এখন ৭০ বছর।

ক্যাথরিন এবার তাঁর দৌড় প্রতিযোগিতা শেষ করেছেন মোট ৪ ঘণ্টা ৪৪ মিনিট ৩১ সেকেন্ডে।

১৯৬৭ সালের ম্যারাথনে ইতিহাস সৃষ্টি করেছিলেন ক্যাথরিন কারণ তিনি মহিলা হওয়ার জন্যে দৌড় প্রতিযোগিতা চলাকালে রেস পরিচালক আক্রমণ করেছিলেন তাঁকে। তারপরও তিনি সম্পূর্ণ করেন তাঁর দৌড়। সেই দৌড়ে তিনি শুধু জেতেননি, মহিলারাও যে দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে পারেন সেই সমান অধিকারও প্রতিষ্ঠা করেছিলেন ক্যাথরিন।