Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
নিউইয়র্কের টাইমস স্ক্যোয়ারে চিন-বিরোধী বিক্ষোভ, চিনা পণ্য বয়কটের দাবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Jul 2020 08:06 AM (IST)
করোনা অতিমারীতে আমেরিকার অবস্থা কার্যত ধরাশায়ী, মৃতের সংখ্যা ১ লক্ষ ৩২ হাজার। কিন্তু এই পরিস্থিতিতেও চিনের বিরোধিতা করার জন্য নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারে জমায়েত হলেন কয়েকশো মানুষ।
NEXT
PREV
নয়াদিল্লি: করোনা অতিমারীতে আমেরিকার অবস্থা কার্যত ধরাশায়ী, মৃতের সংখ্যা ১ লক্ষ ৩২ হাজার। কিন্তু এই পরিস্থিতিতেও চিনের বিরোধিতা করার জন্য নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারে জমায়েত হলেন কয়েকশো মানুষ। এই জনসমাবেশের বড় অংশই হলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। তাঁদের সঙ্গে প্রবল উৎসাহের সঙ্গে সামিল হন তিব্বতী মানুষ। ছিলেন তাইওয়ান বংশভুক্ত আমেরিকানরাও। লেহ্ উপত্যকায় সম্প্রতি চিনা সেনার হামলায় প্রাণ হারিয়েছেন ২০ জন ভারতীয় জওয়ান। জখম হয়েছেন অনেকে। সেই ঘটনার জন্য চিনকে ধিক্কার জানিয়েছেন এঁরা। নিন্দা প্রস্তাব নিয়েছেন। তিনটি বিষয় এঁরা তুলে ধরতে চেয়েছেন। চিনের পণ্য বয়কট করো। তিব্বতকে স্বাধীনতা দিতে হবে। এবং তাইওয়ানকে মুক্ত করতে হবে। জমায়েতে নেতৃত্ব দেয় আমেরিকান ইন্ডিয়ান পাবলিক অ্যাফেয়ার্স কমিটি। ছিলেন এই সংগঠনের সভাপতি জগদীশ সেহওয়ানি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্ব নেতা হিসেবে বর্ণনা করে তাঁদের আরও কাছাকাছি আসার বিষয়টিকে গুরুত্ব দেন তাঁরা। চিনের সমালোচনা করে জগদীশ বলেন, ওরা হংকংয়ে নিজেদের লোকেদের সঙ্গে যে আচরণ করছে, তিব্বতের শান্তিপ্রিয় মানুষদের উপর যে অত্যাচার চালাচ্ছে, চিনের মুসলিম এলাকাগুলোয় যে অশান্তি করছে, তাতে ওদের মেনে নেওয়া সম্ভব নয়। ওদের বর্জন করতেই হবে।
নয়াদিল্লি: করোনা অতিমারীতে আমেরিকার অবস্থা কার্যত ধরাশায়ী, মৃতের সংখ্যা ১ লক্ষ ৩২ হাজার। কিন্তু এই পরিস্থিতিতেও চিনের বিরোধিতা করার জন্য নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারে জমায়েত হলেন কয়েকশো মানুষ। এই জনসমাবেশের বড় অংশই হলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। তাঁদের সঙ্গে প্রবল উৎসাহের সঙ্গে সামিল হন তিব্বতী মানুষ। ছিলেন তাইওয়ান বংশভুক্ত আমেরিকানরাও। লেহ্ উপত্যকায় সম্প্রতি চিনা সেনার হামলায় প্রাণ হারিয়েছেন ২০ জন ভারতীয় জওয়ান। জখম হয়েছেন অনেকে। সেই ঘটনার জন্য চিনকে ধিক্কার জানিয়েছেন এঁরা। নিন্দা প্রস্তাব নিয়েছেন। তিনটি বিষয় এঁরা তুলে ধরতে চেয়েছেন। চিনের পণ্য বয়কট করো। তিব্বতকে স্বাধীনতা দিতে হবে। এবং তাইওয়ানকে মুক্ত করতে হবে। জমায়েতে নেতৃত্ব দেয় আমেরিকান ইন্ডিয়ান পাবলিক অ্যাফেয়ার্স কমিটি। ছিলেন এই সংগঠনের সভাপতি জগদীশ সেহওয়ানি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্ব নেতা হিসেবে বর্ণনা করে তাঁদের আরও কাছাকাছি আসার বিষয়টিকে গুরুত্ব দেন তাঁরা। চিনের সমালোচনা করে জগদীশ বলেন, ওরা হংকংয়ে নিজেদের লোকেদের সঙ্গে যে আচরণ করছে, তিব্বতের শান্তিপ্রিয় মানুষদের উপর যে অত্যাচার চালাচ্ছে, চিনের মুসলিম এলাকাগুলোয় যে অশান্তি করছে, তাতে ওদের মেনে নেওয়া সম্ভব নয়। ওদের বর্জন করতেই হবে।
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -