স্টকহোম: এবছরের সাহিত্য নোবেল পুরস্কার জিতলেন জাপান-বংশোদ্ভূত ব্রিটিশ লেখক কাজুয়ো ইশিগুরো। তাঁর রচিত ‘দ্য রিমেন্স অফ দ্য ডে’ উপন্যাসের জন্য এই পুরস্কার জিতলেন তিনি।

বৃহস্পতিবার, নোবেল সাহিত্য কমিটি জানিয়েছে, ৬২-বছরের ঔপন্যাসিক তাঁর বিশাল আবেগ-শক্তি নির্ভর উপন্যাসের মাধ্যমে বিশ্বের সঙ্গে আমাদের মায়াময় অনুভূতির যে যোগাযোগ রয়েছে, তার অন্তর্নিহিতে থাকা গহ্বরের উন্মোচন করেছেন।

নাগাসাকিতে জন্ম নেওয়া কাজুয়ো পাঁচ বছর বয়সে ব্রিটেনে পরিবারের সঙ্গে চলে যান। পরবর্তীকালে, তিনি জাপান ফেরেন। ১৯৮২ সালে তাঁর প্রথম উপন্যাস ‘এ পেল ভিউ অফ হিলস’ প্রকাশ পায়। পরের উপন্যাস ১৯৮৬ সালে প্রকাশ পাওয়া ‘অ্যান আর্টিস্ট অফ দ্য ফ্লোটিং ওয়ার্ল্ড’।

ইতিমধ্যেই ‘দ্য রিমেন্স অফ দ্য ডে’ উপন্যাসের অবলম্বনে একটি হলিউড ছবিও তৈরি হয়েছে।