লন্ডন: সাধারণ নির্বাচন এগিয়ে আগামী মাসেই করার জন্য সওয়াল করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তাঁর মতে, ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে আসার পর দেশে রাজনৈতিক স্থিতাবস্থাকে পুনঃপ্রতিষ্ঠিত করতে এই পদক্ষেপ জরুরি।
এদিন মন্ত্রিসভার বৈঠকে থেরেসা মে ইঙ্গিত দেন, দেশে সাধারণ নির্বাচন আগামী ৮ জুন হতে পারে। তাঁর ব্যাখ্যা, নির্বাচন এগিয়ে আসলে দেশের বিভিন্ন রাজনৈতিক অলিন্দের মধ্যে একতা তৈরি হবে। তিনি বলেন, দেশের নিরাপত্তাকে নিশ্চিত করতে একটাই রাস্তা। তা হল—নির্বাচনকে এগিয়ে আনা।
স্বাভাবিক নিয়মে আগামী নির্বাচন হওয়ার কথা ২০২০ সালে। কিন্তু, চলতি বছর নির্বাচন হবে কি না তা আগামীকারলই ভোটাভুটির মাধ্যমে হাউস অফ কমন্স-এ স্থির হবে। কারণ, ব্রিটিশ পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ মে-র প্রস্তাবে সায় দিলে তবেই নির্বাচন এগনো সম্ভব হবে।
প্রসঙ্গত, গত বছরই গণভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয় ব্রিটেন। সেই সময় ইউরোপীয় ইউনিয়নে থাকার হয়ে সওয়াল করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। কিন্তু, গণভোটে ফল বিপরীত হওয়ায় পদত্যাগ করেন ক্যামেরন। প্রধানমন্ত্রী হন মে।