ইসলামাবাদ : দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে আপাতত তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় যখন প্রহর গোণা চলছে ভারতে তখন পড়শি রাষ্ট্র পাকিস্তানে আছড়ে পড়তে চলেছে করোনার চতুর্থ ঢেউ। পাক চিকিৎসক মহলের তরফে সতর্কবার্তা, চলতি জুলাই মাসের শেষেই বা অগাস্ট মাসের শুরুতেই পাকিস্তানে আছড়ে পড়তে চলেছে চতুর্থ ঢেউ। এমনিতেই এই মুহূর্তে পাকিস্তানে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে, কিন্তু এর মাঝে চিকিৎসকদের দেওয়া সতর্কতায় সিঁদুরে মেঘ দেখছেন সকলেই।
পাকিস্তান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সচিব চিকিৎসক কাইসের সাজ্জাদ সেদেশের প্রখ্যাত টেলিভিশন সংস্থা জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, 'করোনা রুখতে যে নিয়মনীতিগুলো মেনে চলা একান্ত প্রয়োজন, সেটা না মানা হলে জুলাইয়ের শেষে বা অগাস্টের শুরুতেই আছড়ে পড়বে করোনার চতুর্থ ঢেউ।' সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবারই চলতি মাসে প্রথমবার পাকিস্তানে দৈনিক সংক্রমণ নেমেছে হাজারের নিচে। এদিন সেদেশের স্বাস্থ্য দফতর সূত্রে প্রকাশিত মেডিক্যাল বুলেটিন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে নতুন করে মারণ ভাইরাসের কবলে পড়েছেন ৮৩০ জন। এই সময়পর্বের করোনা কেড়েছে ২৫ জনের প্রাণ।
পাকিস্তানের করোনাচিত্র যখন যথেষ্ট ইচিবাচক ঠিক তখনই চতুর্থ ঢেউয়ের আশঙ্কার কথা উল্লেক করে চিকিৎসক মহগলের বার্তা শারীরিক দূরত্ববিধি মেনে চলার। মাস্ক পরার। ঈদের উৎসবে চিরাচরিত আলিঙ্গন বা করমর্দন করা থেকেও বিরত থাকার পক্ষে মত চিকিৎসক মহলের। পাশাপাশি দ্রুত সকলকে ভ্যাকসিন নেওয়ার জন্যও আবেদন করা হয়েছে। গতকালই পাক প্রধানমন্ত্রী ইমরান খানের স্পেশাল অ্যাসিট্যান্ট চিকিৎসক ফয়সল সুলতান জানিয়েছিলেন, অল্প হলেও দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণ।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া বার্তায় তিনি জানিয়েছিলেন, গত সপ্তাহ দুয়েকের পরিসংখ্যান জানাচ্ছে ফের অল্প হলেও বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। এই পরিস্থিতিতে বাড়তি সতর্ক থাকা প্রয়োজন সকলের। মাস্ক ব্যবহার, শাররীরিক দূরত্ববিধি মেনে চলার মতো একান্ত পালনীয় কোভিড বিধি নিষেধ যাতে সবাই মেনে চলেন সেই বার্তাও দেন তিনি।