অটোয়া: কানাডার রাজধানী অটোয়ার কাছে আকাশপথে দুর্ঘটনা। একটি বিমানের সঙ্গে ধাক্কা লাগল অন্য একটি বিমানের। এর ফলে ভেঙে পড়ল ছোট একটি যাত্রীবাহী বিমান। এই দুর্ঘটনায় ভেঙে পড়া বিমানের চালকের মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, অটোয়ার পশ্চিমদিকে ৩০ কিমি দূরে একটি মাঠে ভেঙে পড়ে বিমানটি। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, সেটা এখনও জানা যায়নি। যে বিমানটি ভেঙে পড়ে, সেটির চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। অপর বিমানটি নিরাপদে অটোয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।