পেশোয়ার: শাহরুখ খানের বাবার দিকের আত্মীয়া পাকিস্তানের বাসিন্দা নূর জেহানের প্রার্থীপদ স্বীকার করল খাইবার পাখতুনখোয়া প্রদেশের নির্বাচন কমিশন। ২৫ জুলাই তিনি নির্দল হিসাবে সেখানে ভোটে লড়ছেন। বলতে গেলে, জন্ম হওয়ার পর থেকেই তিনি আওয়ামি ন্যাশনাল পার্টি (এএনপি)র সঙ্গে যুক্ত। কিন্তু তারা তাঁকে টিকিট দেয়নি। পেশোয়ারের পিকে-৭৭ কেন্দ্র থেকে প্রাদেশিক আইনসভায় যাওয়ার জন্য তাঁর ভোটে লড়ার আবেদন গ্রহণ করেছে কমিশন।
নূর জেহান জানিয়েছেন, তাঁর পূর্বপুরুষরা ১৯৪৭ সাল থেকেই এএনপির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি এবার সাধারণ আসন ও মহিলাদের জন্য সংরক্ষিত কেন্দ্র থেকে ওই দলের টিকিটেই প্রার্থী হতে চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু তা গ্রাহ্য হয়নি।
তিনি ভোটে লড়ছেন বলে সোস্যাল মিডিয়ায় শাহরুখকে ট্রোল করে টিকা-টিপ্পনী, ব্যঙ্গ-বিদ্রূপ হওয়ায় ব্যথিত নূর জেহান। তিনি বলেছেন, ফোনে আমাদের কথা হয় শুধু ক্রিকেট, শোবিজ নিয়েই, অন্য কিছু নিয়ে নয়।
পাকিস্তানে শাহরুখের আত্মীয়ার প্রার্থীপদে অনুমোদন কমিশনের, বললেন, ফোনে আমাদের কথা হয় শুধু শোবিজ, ক্রিকেট নিয়েই
Web Desk, ABP Ananda
Updated at:
13 Jun 2018 06:00 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -