ওয়াশিংটন: ইন্দো-মার্কিন প্রতিরক্ষা বিষয়ক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের জের। আগামী সপ্তাহেই ভারতে আসছেন বিদায়ী মার্কিন প্রতিরক্ষা সচিব অ্যাশটন কার্টার।


পেন্টাগন সূত্রে জানানো হয়েছে, দায়িত্ব ছাড়ার আগে আগামী ৮ ডিসেম্বর ভারতে আসছেন কার্টার। ভারত সহ জাপান, বাহরিন, ইজরায়েল, ইতালি, ব্রিটেন সফরের পর ১৬ ডিসেম্বর নিজের দেশে ফিরে যাবেন কার্টার।

সূত্রের খবর, ভারত সফরে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরের সঙ্গে বৈঠক করবেন তিনি। তাঁর সময়ে ভারত-মার্কিন দুদেশের মধ্যে সম্পর্ক মজবুত ছিল। জানা গিয়েছে, নৌবাহিনীর নিরাপত্তার মতো জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ে জোর দিচ্ছে ভারত। জেনারেল অ্যাটোমিকস থেকে প্রিডেটর ড্রোন কেনার ব্যাপারে আমেরিকার সঙ্গে কথা চলছে ভারতের। কার্টারের অ্যাজেন্ডাতে রয়েছে এম৭৭৭ এবং ভারতীয় নৌবাহিনীর জন্য প্রিডেটর গার্জিয়ানও। সূত্রের খবর, ভারতীয় বায়ুসেনার ১০০টিরও বেশি অ্যাভেঞ্জার ড্রোনের প্রয়োজন। সে নিয়েও বৈঠক হবে দুপক্ষের মধ্যে।

এবছরের শুরুতে মার্কিন সহায়তায় এমটিসিআর-এ যোগ দিয়েছিল ভারত। পরবর্তীকালে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের সময় ভারতকে "প্রতিরক্ষায় প্রধান সহযোগী"-র মর্যাদা দেয় আমেরিকা। গত ৯ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানান মোদী। ট্রাম্পের আমলেও ভারত-মার্কিন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে বলে মনে করেন দুদেশের নেতারাই।