ওয়াশিংটনের মুকিলটেও-তে এই ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, নিকটবর্তী একটি এয়ারফিল্ড থেকে কপ্টারটি উড়ান শুরু করেছিল। বিমানটা নেমে আসার সময় বিদ্যুতের তারে লাগামাত্রই সেটিতে আগুন ধরে যায়।
এই দুর্ঘটনায় অত্যাশ্চর্যভাবে রক্ষা পেয়ে গিয়েছেন পাইলট ও এক যাত্রী।
বিমান এভাবে ভেঙে পড়ায় বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনও গাড়ির চালকের আহত হওয়ার কোনও খবর নেই।
.