নয়াদিল্লি: আমেরিকার ওয়াশিংটনে একটি রাস্তায় ট্রাফিক সিগন্যালের জন্য অপেক্ষা করছিলেন গাড়ির চালকরা। হঠাত্ করেই প্রচণ্ড শব্দ। আকাশে তাকিয়ে সবাই দেখলেন একটি হেলিকপ্টার দ্রুত নেমে আসছে। মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায় কপ্টারটিতে। এরপরই মাটিতে আসছে পড়ে সেটি। একটি গাড়ির ড্যাশক্যামে ধরা পড়েছে এই দৃশ্য।

ওয়াশিংটনের মুকিলটেও-তে এই ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, নিকটবর্তী একটি এয়ারফিল্ড থেকে কপ্টারটি উড়ান শুরু করেছিল। বিমানটা নেমে আসার সময় বিদ্যুতের তারে লাগামাত্রই সেটিতে আগুন ধরে যায়।

এই দুর্ঘটনায় অত্যাশ্চর্যভাবে রক্ষা পেয়ে গিয়েছেন পাইলট ও এক যাত্রী।

বিমান এভাবে ভেঙে পড়ায় বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনও গাড়ির চালকের আহত হওয়ার কোনও খবর নেই।



.