নয়াদিল্লি: আজ এনডিটিভি-র প্রতিষ্ঠাতা প্রণয় রায়ের নয়াদিল্লির বাসভবন সহ চারটি জায়গায় তল্লাশি চালাল সিবিআই। প্রণয়, তাঁর স্ত্রী রাধিকা ও আরআরপিআর হোল্ডিং প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে শেয়ার লেনদেন সংক্রান্ত তথ্য গোপন করা এবং ঋণ নেওয়ার মাধ্যমে একটি বেসরকারি ব্যাঙ্কের ৪৮ কোটি টাকা ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে। এনডিটিভি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। সিবিআই মিথ্যা অভিযোগ এনে গণতন্ত্র ও বাক-স্বাধীনতা খর্ব করার চেষ্টা করছে বলেও দাবি করেছে এনডিটিভি।
এরই মধ্যে প্রণয়ের পাশে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইট করে বলেছেন, অত্যন্ত সম্মাননীয় এবং স্বনামধন্য ব্যক্তি প্রণয় রায়। তাঁর বাড়িতে তল্লাশিতে তিনি হতবাক। এই প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু অবশ্য সিবিআই-এর তল্লাশির পিছনে রাজনৈতিক যোগ থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, কেউ যদি সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত থাকার সুবাদে অপরাধমূলক কাজ করেন, তাহলে সরকার চুপ করে বসে থাকবে না। সিবিআই নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তল্লাশি চালাচ্ছে।
সিবিআই-এর অভিযোগ, আরআরপিআর সংস্থা এনডিটিভি-র ২০ শতাংশ শেয়ার কেনার জন্য ইন্ডিয়া বুলস প্রাইভেট লিমিটেড সংস্থার কাছ থেকে ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছিল। সেই ঋণ শোধ করার জন্য একটি সংশ্লিষ্ট বেসরকারি ব্যাঙ্কের কাছ থেকে ৩৭৫ কোটি টাকা ঋণ নেয় আরআরপিআর। বছরে ১৯ শতাংশ হারে সুদ সহ সেই ঋণ শোধ করার চুক্তি হয়। সুদের হিসেবে ১০ শতাংশ ছাড় দেয় ওই বেসরকারি ব্যাঙ্ক। শেয়ার লেনদেনের এই ঘটনার বিষয়ে নিয়ামক সংস্থা সেবি, শেয়ার বাজার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রককে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছিল। ব্যাঙ্কিং সংক্রান্ত নিয়মও লঙ্ঘন করা হয়েছে।
প্রণয় রায়ের বাড়িতে সিবিআই তল্লাশি, তীব্র নিন্দা মমতার
Web Desk, ABP Ananda
Updated at:
05 Jun 2017 06:31 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -