ইসলামাবাদ: পুলওয়ামা সন্ত্রাস ঘিরে ভারত, পাকিস্তানের বায়ুসেনার আকাশপথে অভিযান, পাল্টা অভিযানে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পাক বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল মুজাহিদ আনোয়ার খান নিজের বাহিনীর অফিসারদের সাবধান করলেন, দেশের সামনে বিবিধ চ্যালেঞ্জ এখনও শেষ হয়ে যায়নি, তাঁরা যেন মোকাবিলায় নিজেদের তৈরি রাখেন।
পাক সেনার ফরোয়ার্ড অপারেটিং বেস পরিদর্শনে গিয়ে বায়ুসেনার লড়াকু জওয়ান, এয়ার ডিফেন্স ও ইঞ্জিনিয়ারিং কর্মী, পদাতিক সেনা, অসামরিক কর্মীদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেছেন বলে পাকিস্তান বায়ুসেনার মুখপাত্রকে উদ্ধৃত করে জানিয়েছে ডন সংবাদপত্র।
পুলওয়ামায় পাকিস্তানে আশ্রয় পাওয়া জইশ-ই-মহম্মদ জঙ্গির আত্মঘাতী হামলায় অন্তত ৪০ সিআরপিএফ জওয়ান নিধনের পর পাল্টা পাকিস্তানের বালাকোটে আকাশপথে বোমা ফেলে জইশের ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। পাল্টা পাকিস্তান এফ ১৬ সহ ২৪টি যুদ্ধবিমান নিয়ে হামলার চেষ্টা করে। এই প্রেক্ষাপটে পাক বায়ুসেনা প্রধান বালাকোটে ভারতীয় বায়ুসেনা অভিযান প্রসঙ্গে বলেন, চ্যালেঞ্জ ফুরিয়ে যায়নি এখনও। আমাদের প্রস্তুত থাকতে হবে শত্রুপক্ষের যে কোনও আগ্রাসনের জবাব দেওয়ার জন্য। গত সপ্তাহে পাক বায়ুসেনার একটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে নামানোর দাবির প্রসঙ্গ তুলে তিনি বলেন, গোটা দেশ পাক বায়ুসেনাকে নিয়ে গর্বিত। শত্রুপক্ষের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় দারুণ কাজ করেছে ওরা।
সেসময়ই পাকিস্তানের হাতে ধরা পড়েন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান, যাঁকে শান্তির বার্তা দিতে পাক পার্লামেন্টের দুই কক্ষের যৌথ অধিবেশনে মু্ক্তি দেওয়ার সিদ্ধান্ত জানান ইমরান খান।
‘চ্যালেঞ্জ এখনও শেষ হয়নি, তৈরি থাকুন’, বাহিনীকে সাবধান করলেন পাকিস্তানি বায়ুসেনা প্রধান
Web Desk, ABP Ananda
Updated at:
04 Mar 2019 08:50 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -