অস্ট্রেলিয়া:  অস্ট্রেলিয়ায় খামারবাড়িতে পরিবার নিয়ে থাকেন বিয়াঙ্কা ডিকিনসন। চার সন্তান নিয়ে তাঁদের সুখের পরিবার। প্রকৃতির কোলে বেড়ে উঠছে তাঁর সন্তানরা। বিভিন্ন সময় তাঁদের নানা দস্যিপনার ছবিও ফেসবুকে দেন বিয়াঙ্কা।




সেইরকমই এক সকালে গত ৩১ মার্চ ছোট্ট মেয়ের হাসিমুখের একটি ছবি ফ্রেমবন্দি করেছিলেন মা বিয়াঙ্কা। পিছনে খেত দেখা যাচ্ছিল। কিন্তু ক্যামেরাতে হঠাত্ই মেয়ের পিছনে কিছু এটা নড়াচড়ার ছবি নজরে আসে বিয়াঙ্কার। প্রথমে হাওয়ায় গাছের পাতা ভাবলেও, পরে বিয়াঙ্কা বুঝতে পারেন সেটি একটি বিশালকার বিষধর সাপ চলে যাচ্ছে। তবে ভগবানের কৃপায় ছোট্ট শিশুটি মৃত্যুর খুব কাছে দাঁড়িয়ে থাকলেও, তাকে স্পর্শ করেনি সেই সর্পটি। পরে ক্যামেরায় সেই ছবি দেখে নিজেই আঁতকে ওঠেন বিয়াঙ্কা। বুঝতে পারেন তাঁর মেয়ে কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে।