রাষ্ট্রপুঞ্জ: এবারও মাসুদ আজহারকে 'আন্তর্জাতিক সন্ত্রাসবাদী' ঘোষণা করতে পারল না রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। বাধা হয়ে দাঁড়াল সেই চিন। তাদের বাধায় জইশ ই মহম্মদ নেতা মাসুদ আজহারকে নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত করতে পারল না নিরাপত্তা পরিষদ। ২৭ ফেব্রুয়ারি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের তিন স্থায়ী সদস্য দেশ আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার দাবিতে নিরাপত্তা পরিষদের ১২৬৭ আল কায়েদার নিষেধাজ্ঞা সংক্রান্ত কমিটিতে প্রস্তাব পেশ করে। কিন্তু শেষমেষ সারা বিশ্বের আশঙ্কা সত্যি করে চিনের বাধায় আটকে গেল সেই উদ্যোগ।
মাসুদ প্রতিষ্ঠিত জইশ ভারতে সংসদ চত্বর, পঠানকোটে ভারতীয় বায়ুসেনার ঘাঁটি, জম্মু ও উরির সেনা ক্যাম্পে সন্ত্রাসবাদী হামলা চালায়। গত মাসে কাশ্মীরের পুলওয়ামায় হামলার দায়ও নিয়েছে তারা। এই পরিস্থিতিতে মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করতে না পারার ঘটনায় ভারত ‘হতাশ’ বলে এক বিবৃতিতে জানিয়েছে বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে,‘আমরা হতাশ। ভারতীয় নাগরিকদের উপর সন্ত্রাসবাদী হামলা চালানোর জন্য যারা দায়ী, তারা যাতে উপযুক্ত শাস্তি পায়, তার জন্য সবরকম প্রচেষ্টা চালাবে ভারত।’
মাসুদ আজহারকে 'আন্তর্জাতিক সন্ত্রাসবাদী' ঘোষণা করা চেষ্টা চলছে এক দশক ধরেই। ভারত সরকার এই ব্যাপারে সওয়াল করে এসেছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির কাছে। কিন্তু প্রতিবারই সেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছে চিন।
অল কায়দা স্যাংশন কমিটির সদস্যদের হাতে ১০দিন সময় ছিল মাসুদকে 'আন্তর্জাতিক সন্ত্রাসবাদী' ঘোষণার প্রসঙ্গে আপত্তি জানানোর জন্য। সেই মেয়াদ ফুরোয় বুধবার স্থানীয় সময় তিনটেয়। ঠিক শেষ মুহূর্তেই বেঁকে বসে চিন। রাষ্ট্রপুঞ্জের এক কূটনীতিকের কথায়, চিন এই প্রস্তাবটিকে ‘টেকনিক্যাল হোল্ড’-এ পাঠিয়েছে। চিন এই বিষয়টি বিবেচনা করার জন্য আরও সময় চেয়ে নিয়েছে। এক ফলে বেজিং তাদের সিদ্ধান্ত জানানোর জন্য আরও ৬ মাস সময় পেয়ে গেল। এই সময়সীমা আরও ৩ মাস বাড়ানো যায়।
পুলওয়ামা কাণ্ডের পরে মাসুদকে 'আন্তর্জাতিক সন্ত্রাসবাদী' ঘোষণা করার ব্যাপারে সক্রিয় ভূমিকা নিয়েছিল আমেরিকা ও বেশ কয়েকটি পশ্চিমী দেশ।মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র রবার্ট পাল্লাদিনো এক সাংবাদিক বৈঠকে বলেন, মাসুদ জইশের প্রতিষ্ঠাতা, নেতা। রাষ্ট্রপুঞ্জের তালিকায় পড়ার মাপকাঠির মধ্যে সে পড়ছে। জইশ একাধিক সন্ত্রাসবাদী হামলার জন্য দায়ী, আঞ্চলিক শান্তি, সুস্থিতির সামনে বিপদ। তিনি জানান, নানা ক্ষেত্রে ভারত ও আমেরিকা সন্ত্রাস দমনে একযোগে কাজ করছে। জইশ ও তার প্রতিষ্ঠাতা সম্পর্কে তাদের অবস্থানও সবার ভাল জানা।
তবে আশঙ্কা সত্যি করে শেষমেষ সেই পাকিস্তানের পাশেই দাঁড়াল চিন।নিরাপত্তা পরিষদের ৫টি ভেটো দেওয়ার ক্ষমতাসম্পন্ন সদস্য দেশের অন্যতম চিনের সওয়াল, মাসুদের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ নেই। এ নিয়ে চার বার এই উদ্যোগ আটকে দিল বেজিং।
ফের চিনের বাধা, মাসুদকে 'আন্তর্জাতিক সন্ত্রাসবাদী' ঘোষণা করতে পারল না রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ
web desk, ABP Ananda
Updated at:
14 Mar 2019 09:06 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -