বেজিং: জইশ-ই মহম্মদ বাহিনীর হামলায় কাশ্মীরের পুলওয়ামায় ৪৩ সিআরপিএফ জওয়ানের মর্মান্তিক হত্যার নিন্দা করলেও তার মাথা মাসুদ আজহারকে রাষ্ট্রসঙ্ঘকে দিয়ে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণার জন্য ভারতের আবেদনে সাড়া দিল না চিন।
এটা অবশ্য এই প্রথম নয়, অতীতে ভারত যতবার এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে, প্রতিবারই বাধার প্রাচীর তুলেছে চিন। তারা পাকিস্তানের ঘনিষ্ঠ শরিক। নিরাপত্তা পরিষদের ভেটো দেওয়ার ক্ষমতার অধিকারী সদস্য দেশ হিসাবে চিন বারবার একই সওয়াল করে আসছে যে, ওকে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণার প্রশ্নে বিশ্বের এই শীর্ষ সংস্থায় কোনও ঐকমত্য নেই। প্রথমে ভারত, তারপর আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সও রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ১২৬৭ কমিটিতে আজহারকে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণার উদ্যোগ নেয়। কিন্তু টেকনিক্যাল কারণ খাড়া করে তা ভেস্তে দেয় বেজিং।
আজ চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র গেং শ্যুয়াং সাংবাদিক সম্মেলনে বলেন, আত্মঘাতী সন্ত্রাসবাদী হামলার ঘটনাটি চিনের গোচরে রয়েছে। আমরা গভীর আঘাত পেয়েছি এতে। হতাহতদের পরিবারগুলির প্রতি আমাদের গভীর শোক, সমবেদনা জানাই। সব ধরনের সন্ত্রাসবাদের সম্পূর্ণ বিরোধী আমরা, তার কঠোর নিন্দা করি। আশা করি, সংশ্লিষ্ট সব আঞ্চলিক দেশ সন্ত্রাসবাদের বিপদ মোকাবিলায়, একসঙ্গে আঞ্চলিক শান্তি, সুস্থিতি বজায় রাখতে একযোগে সহযোগিতা করবে।
কিন্তু জইশ প্রতিষ্ঠাতা মাসুদ আজহারকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বিশ্ব সন্ত্রাসবাদী তালিকায় অন্তর্ভূক্তির ব্যাপারে চিনের কী অবস্থান, প্রশ্ন করা হলেই তিনি বলেন, তালিকাভুক্তির ব্যাপারে এটাই বলতে পারি, সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে তালিকায় ঢোকানোর স্পষ্ট নিয়মকানুন আছে নিরাপত্তা পরিষদের ১২৬৭ কমিটির।
সম্ভবত, আজহারকে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণা করতে নিরাপত্তা পরিষদের সব সদস্য দেশকে ভারতের বিদেশমন্ত্রকের আবেদনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, জইশকে নিরাপত্তা পরিষদের সন্ত্রাসবাদ নিষেধাজ্ঞা তালিকায় রাখা হয়েছে। চিন গঠমমূলক, দায়িত্বশীল ভাবেই সংশ্লিষ্ট নিষেধাজ্ঞার ইস্যুগুলি বিচার করে যাবে।
গতকাল পুলওয়ামায় ১০০ কেজির বেশি বিস্ফোরক-ভর্তি গাড়ি নিয়ে সিআরপিফ কনভয়ের বাসে ধাক্কা মারে এক জইশ মানববোমা। ভারত এর তীব্র নিন্দা করে পাকিস্তানকে কাঠগড়ায় তুলেছে।

কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের গত বছরের ইউহান সামিটের পর দুুদেশের সম্পর্কে যে গতি এসেছে, তার প্রেক্ষিতে তাঁরা কি বিষয়টি নতুন করে খতিয়ে দেখবেন, জানতে চাওয়া হলে চিনা মুখপাত্রটি বলেন, সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে জয়েশ তো নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা তালিকায় রয়েইছে। কিন্তু কোনও ব্যক্তিবিশেষকে নিষিদ্ধ তালিকায় ফেলার ব্যাপারে আমরা বরাবর সত, দায়িত্বশীল, পেশাদার ঢঙে কাজ করেছি। পরিস্থিতির চাহিদা মেনে চলেছি সবসময়। এ ব্যাপারে ভারত ও সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখব আমরা।