বেজিং: অ্যাপল সংস্থার প্রধান টিম কুকের ভারত সফর চিন্তা বাড়িয়েছে চিনের।


 

সম্প্রতি ভারতে এসে কুক ঘোষণা করেছেন, বেঙ্গালুরুতে একটি কারখানা গড়ে তোলার কথা ভাবছে তাঁর সংস্থা। ভারতের তরুণ প্রজন্মের প্রশংসা করে তিনি বলেছেন, এদেশে প্রতিভা ও দক্ষতা আছে। অ্যাপল ভারতীয় তরুণদের কাজে লাগাতে চায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে এদেশে ব্যবসা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন কুক।

 

অ্যাপল প্রধানের এই উদ্যোগেই শঙ্কিত চিন। তাদের আশঙ্কা, অ্যাপল সংস্থা সেদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেবে। এর ফলে অন্তত ১০ হাজার মানুষ কর্মহীন হয়ে পড়বেন। একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপলের প্রস্থানের জন্য তৈরি থাকা উচিত চিনের। কুকের ভারত সফরের পরেই চিনে অ্যাপল সংস্থার সমালোচনা শুরু হয়েছে।

 

সম্প্রতি চিনে কর্মীদের বেতন বাড়ার ফলে বহুজাতিক সংস্থাগুলির লাভের পরিমাণ হয়ে গিয়েছে। এই কারণে একের পর এক সংস্থা চিন ছেড়ে চলে যাচ্ছে। চিন সরকারের আশঙ্কা, এবার অ্যাপলের নাম এই তালিকায় যুক্ত হতে চলেছে।