নয়াদিল্লি: ডোকা লা নিয়ে কার্যত তলানিতে এসে ঠেকেছে ভারত-চিন সম্পর্ক। চিনা বিদেশ মন্ত্রক ভারতকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে, পরিস্থিতির উন্নতি না হলে দেশীয় নাগরিকদের ভারতে যেতে নিষেধ করবে তারা। সাধারণত যুদ্ধ শুরু হওয়ার আগে এমন সতর্কতা জারি করা হয়। চিনা কোম্পানিগুলিকেও ভারতে বিনিয়োগ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।

চিনা বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, চিন সিকিমের পাশে রাস্তা তৈরি করছে বলে ভারত দুনিয়াকে ভাঁওতা দিচ্ছে। আন্তর্জাতিক নিয়ম ভেঙে অন্য দেশে সেনা পাঠাচ্ছে দিল্লি। যদি তারা সত্যিই শান্তি চায়, তবে ডোকা লা থেকে সেনা সরাতে হবে। তা না হলে পরিস্থিতি আরও খারাপ হবে, ভারতে বসবাসরত চিনা নাগরিকদের জন্য নির্দেশিকা জারি করবে বেজিং।

চিন এও বলেছে, ভারত সেনা ফেরত না নিলে যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে। ভারতের উচিত চিনা সেনার শক্তিকে হালকা করে না দেখা। যুদ্ধ হলে ১৯৬২-র মত লোকসান হবে তাদের।