বেজিং: গত ১৫ আগস্ট লাদাখের প্যাংগং লেকে দুপক্ষের সেনাবাহিনীর হাতাহাতি, সংঘর্ষের ঘটনায় ভারতীয় জওয়ানদেরই কাঠগড়ায় তুললেন চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চ্যুনিং। সেদিন দুপক্ষের জওয়ানদের মধ্যে পাথর ছোঁড়াছুঁড়িও হয়।


ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা লাদাখে ভারতীয় ভূখণ্ডে চিনা সেনার অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিতেই তারা মারমুখী হয়ে ওঠে। জবাব দেয় ভারতীয় জওয়ানরাও।

চিনা মুখপাত্রটি অবশ্য দাবি করেন, ১৫ আগস্ট প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চিনের ভূখণ্ডের মধ্যেই তাঁদের সেনাবাহিনীর জওয়ানরা রুটিন টহল দিচ্ছিলেন। সেসময়ই ভারতীয় জওয়ানরা 'হিংসাত্মক আচরণ' করেন, কয়েকজন চিনা সীমান্তরক্ষী জওয়ান জখম হন।

দুপক্ষের স্থানীয় সেনা কমান্ডারদের মধ্যে এ ঘটনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ভারত। চিনা মুখপাত্রটি অবশ্য বলেন, চিন এ ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করে ভারতের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে।

সিকিমের ডোকালামে ভারত, চিনের সামরিক সংঘাত তিন মাসে পা দিয়েছে। তার মধ্যেই লাদাখের ঘটনা।

চিনের দাবি, ভারতীয় সেনাবাহিনী বেআইনি ভাবে ডোকালামে তাদের মাটিতে ঢুকেছে, সংঘাত বন্ধে নিঃশর্তে তাদের সরে যেতে হবে।
গত সপ্তাহে ভারত জানায়, ডোকালাম ইস্যুর পরস্পরের কাছে গ্রহণযোগ্য সমাধানের খোঁজে চিনের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাবে, তবে লাদাখের মতো ঘটনায় যে দুপক্ষের কারও স্বার্থরক্ষাই হবে না, সেটাও উল্লেখ করেছে।