ইসলামাবাদ: গত পাঁচ বছরে ২৯৮ জন ভারতীয়কে নাগরিকত্ব দিয়েছে পাকিস্তান। এমনই জানিয়েছে সে দেশের অভ্যন্তরীণ মন্ত্রক। এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০১২ থেকে এ বছরের ১৪ এপ্রিল পর্যন্ত মোট ২৯৮ জন ভারতীয় অভিবাসীকে নাগরিকত্ব দেওয়া হয়েছে।
ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভারতীয়দের নাগরিকত্ব দেওয়া সংক্রান্ত প্রশ্ন করেছিলেন শাসক দল পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের সদস্য শেখ রোহেল আসগর। তাঁর প্রশ্নের জবাবেই অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে, ২০১২ সালে ৪৮ জন ভারতীয়কে নাগরিকত্ব দেওয়া হয়। ২০১৩ ও ২০১৪ সালে এই সংখ্যাটা বেড়ে হয় যথাক্রমে ৭৫ ও ৭৬। ২০১৫ সালে অবশ্য মাত্র ১৫ জন ভারতীয় অভিবাসী পাকিস্তানের নাগরিকত্ব পান। গত বছর ৬৯ জন ভারতীয়কে পাকিস্তানের নাগরিকত্ব দেওয়া হয়। এ বছরের ১৪ এপ্রিল পর্যন্ত পাকিস্তানের নাগরিক হয়েছেন ১৫ জন ভারতীয়।
পাক অভ্যন্তরীণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারত, আফগানিস্তান, বাংলাদেশ ও মায়ানমার থেকে বহু মানুষ অবৈধভাবে পাকিস্তানে গিয়ে বসবাস করছেন। তবে ভারতীয়দের অনেককেই নাগরিকত্ব দেওয়া হচ্ছে। গত বছরের মার্চে প্রাক্তন অভ্যন্তরীণ মন্ত্রী চৌধুরী নিসার আলি খানের এক ভারতীয় মহিলাকে নাগরিকত্ব দেওয়া হয়। ওই মহিলার স্বামী পাকিস্তানি ছিলেন। তাঁর মৃত্যুর পর সৎ ছেলেরা সম্পত্তি থেকে বঞ্চিত করে। ২০০৮ সালে পাকিস্তানের নাগরিকত্ব চেয়ে আবেদন করেন ওই মহিলা। অবশেষে তাঁর আবেদন মঞ্জুর হয়।
গত ৫ বছরে পাকিস্তানের নাগরিকত্ব পেয়েছেন ২৯৮ জন ভারতীয়
Web Desk, ABP Ananda
Updated at:
20 Aug 2017 04:49 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -