বেজিং: ডোকালাম নিয়ে ভারতের সঙ্গে সংঘাতের মধ্যেই দেশের পশ্চিম প্রান্তে সামরিক মহড়ায় অংশগ্রহণ করল চিনা সেনা।


এক চিনা সামরিক বিশেষজ্ঞকে উদ্ধৃত করে সেদেশের এক সংবাদমাধ্যম লিখেছে, এই মহড়ার উদ্দেশ্য হল ভারতের মনে আরও 'ভীতি' ধরানো।


জানা গিয়েছে, পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) পশ্চিম থিয়েটার কম্যান্ড ওই মহড়ার পরিচালনার দায়িত্বে ছিল। যদিও, মহড়ার জায়গা বা সময় কোনওটাই চিনা প্রশাসনের তরফে প্রকাশ করা হয়নি।


তবে, চিনা সেন্ট্রাল টেলিভিশনের দাবি, এভিয়েশন ও আর্মার্ড সহ ১০ পিএলএ ইউনিট এই মহড়ায় অংশগ্রহণ করেছিল। প্রসঙ্গত, পশ্চিম থিয়েটার কম্যান্ডটি নতুন তৈরি করা হয়েছে। এর আওতায় পড়ছে তিব্বত, নিংশিয়া, কিংহাই, সিচুয়ান এবং চংকুইং প্রদেশ।


এর আগে, গত জুলাই মাসে, তিব্বতে লাইভ ড্রিল বা মহড়া চালায় চিনা সেনা। বেজিং জানিয়েছে, ভারতের সঙ্গে যে কোনও সংঘাতের জন্য প্রস্তুত চিনা সেনা।


গত দুমাস ধরে ভারত-চিন সীমান্তের সিকিম সেক্টরে ডোকালামে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে দুদেশের সেনার মধ্যে। গত জুন মাসে, ডোকালামে চিন সড়ক নির্মাণ করতে গেলে তা রুখে দেয় ভারত।


চিনের দাবি, ডোকালাম তাদের ভূখণ্ডের অংশ। ভারতের পাল্টা দাবি, এই এলাকাটি ভূটানের। এর জেরে দুদেশের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী সামরিক সংঘাতের পরিস্থিতি তৈরি হয়।


এর আগে ১৯৮৭ সালে অরুণাচল প্রদেশের সমোরডং চু উপত্যকায় দুই সেনার মধ্যে এধরনের দীর্ঘ সংঘাতের পরিবেশ ছিল।