বেজিং: সন্ত্রাসবাদের বিষয়ে ভারতের অবস্থানের বিরোধিতা করে ফের পাকিস্তানের পাশে দাঁড়াল সবসময়ের বন্ধু চিন। আজ চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লু কাং দাবি করেছেন, ‘চিন মনে করে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা উচিত। এ বিষয়ে পাকিস্তানের ভূমিকাকে আন্তর্জাতিক মহলের স্বীকৃতি দেওয়া উচিত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রথমসারিতে আছে পাকিস্তান।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর চলাকালীন হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাউদ্দিনকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ দফতর। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে, মুম্বই, পঠানকোট এবং সীমান্ত সন্ত্রাসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে পাকিস্তানকে। আল-কায়দা, আইএস, জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবা, দাউদ ইব্রাহিম সহ অন্যান্য জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র।
সালাউদ্দিনকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করার বিরোধিতা আগেই করেছিল পাকিস্তান। এবার বন্ধু চিনও বুঝিয়ে দিল, সন্ত্রাসবাদের বিষয়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের কড়া অবস্থানে তারা খুশি নয়। লু কাং বলেছেন, ‘আমরা সবরকমের সন্ত্রাসবাদের বিরোধী। একইসঙ্গে নির্দিষ্ট কোনও দেশের সঙ্গে সন্ত্রাসবাদকে যুক্ত করারও বিরোধিতা করছি।’ এর আগে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের উপর নিষেধাজ্ঞা জারির প্রস্তাব পেশ করেছিল ভারত। সেক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়িয়েছিল চিন। এবারও সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের পাশে দাঁড়াল চিন।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে পাকিস্তান, সালাউদ্দিন প্রসঙ্গে দাবি চিনের
Web Desk, ABP Ananda
Updated at:
28 Jun 2017 05:33 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -