আমস্টারডাম: নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হল সস্ত্রীক সুরেশ রায়নার। ট্যুইটারে ছবি দিয়ে এ কথা জানিয়েছেন রায়না। তিনি লিখেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়ে আনন্দিত।

পর্তুগাল ও মার্কিন যুক্তরাষ্ট্র সফরের পর নেদারল্যান্ডসে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। রায়না আবার স্ত্রী প্রিয়ঙ্কা ও মেয়ে গ্রেসিয়াকে নিয়ে ইউরোপে ছুটি কাটাতে গিয়েছেন। সেখানেই হঠাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেল এই ক্রিকেটারের।


ভারতীয় দল এখন ওয়েস্ট ইন্ডিজে একদিনের সিরিজ খেলতে ব্যস্ত। এরপর টি-২০ ম্যাচও খেলবেন বিরাট কোহলিরা। রায়না দলে সুযোগ পাননি। ২০১৫ সাল থেকেই ভারতের টেস্ট ও একদিনের দলের বাইরে এই ক্রিকেটার।