হাউস্টন: সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের প্রতিমাসে সংক্রিয় গ্রাহকের সংখ্যা দুইশো কোটি ছাড়াল। পাঁচ বছরের কম সময়ের মধ্যে গ্রাহক সংখ্যা ১০০ কোটি থেকে বেড়ে ২০০ কোটিতে পৌঁছল। কোম্পানির পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। কোম্পানির সহ প্রতিষ্ঠাতা ও চিফ এক্সিকিউটিভ বলেছে, এত গ্রাহকের সঙ্গে এই যাত্রা সম্মানের।
ফেসবুকের এই গ্রাহক সংখ্যা যে কোনও দেশের জনসংখ্যার থেকে অনেক বেশি। বিশ্বের মোট ৭৫০ কোটি জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ ফেসবুকের গ্রাহক।
এক মাসে মোবাইল বা ওয়েবসাইটের মাধ্যমে যে সব গ্রাহক ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লগ ইন করেন তাঁদের রেজিস্টার্ড গ্রাহক হিসেবে গণ্য করে ফেসবুক। যাঁরা ফেসবুক ব্যবহার করেন না, কিন্তু হোয়াটস্যাপ বা ইন্সটাগ্রাম ব্যবহার করেন, তাঁদের মাসিক গ্রাহকের পর্যায়ে ফেলা হয় না।
২০০৪-এ মার্ক জুকেরবার্গ কলেজের ডর্মিটারি রুমে ফেসবুক পরিষেবার সূচনা করেছিলেন। ১৩ বছরের মধ্যে যার সক্রিয় গ্রাহক সংখ্যা ২০০ কোটিতে পৌঁছে গেল।
ফেসবুকের মাসিক গ্রাহক সংখ্যা ২০০ কোটি ছাড়াল
ABP Ananda, web desk
Updated at:
28 Jun 2017 10:03 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -