নয়াদিল্লি: ভারত মহাসাগরে এবার সাবমেরিন মোতায়েন করল বেজিং। ভারত-তিব্বত সীমান্তে ডোকলাম মালভূমি নিয়ে ভারত ও চিনের মধ্যে যে এক মাস ধরে অশান্তি চলছে, সেই প্রেক্ষিতে এই পদক্ষেপ নিল তারা।


এই প্রথম নয়, এ নিয়ে সাতটি সাবমেরিন তারা ভারত মহাসাগরে মোতায়েন করল। সাবমেরিনের পিছনে রয়েছে চিনা নৌ জাহাজ চংমিংদাও। ভারতীয় রাডারে অল্পদিন আগে এদের গতিবিধি ধরা পড়েছে।

ভারতীয় নৌ সেনা এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে সাউথ ব্লকে।

২০১৩-১৪ সালে আডেন উপসাগরে জলদস্যু ধরার ছলে ভারত মহাসাগরে প্রথম তিনটি রণতরী পাঠায় চিন। এর মধ্যে ছিল দুটি ডেস্ট্রয়ার ও সাহায্যের জন্য একটি নৌকা। কিন্তু তারপর থেকেই একের পর এক চিনা যুদ্ধজাহাজ ভারতের চারপাশে সমুদ্রে চক্কর দিচ্ছে। ভারতীয় উপগ্রহে ধরা পড়েছে ভারত মহাসাগরে অন্তত ১৪টি চিনা যুদ্ধজাহাজের ছবি। ভারতীয় নৌবাহিনীও বলছে একই কথা। এগুলির মধ্যে রয়েছে আধুনিকতম লুয়াং থ্রি ও কুনমিং শ্রেণির ডেস্ট্রয়ার।

দূরপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম এই সব যুদ্ধজাহাজ ভারতের চারপাশে ঘুরছে। তবে দিল্লিও বসে নেই, উপগ্রহ ও দূরপাল্লার নৌ নজরদারি সিস্টেমের সাহায্যে প্রতিটি পদক্ষেপের দিকে নজর রাখছে তারা।

নৌ সেনা জানিয়ে দিয়েছে, শেষ কয়েক বছরে নিজেদের ক্ষমতা কয়েক গুণ বাড়িয়েছে তারা। গোটা এলাকা তাদের নজরদারিতে রয়েছে।