বেজিং: মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী অ-পারমানবিক অস্ত্র ‘মাদার অফ অল বম্বস’-এর পাল্টা বোমা তৈরি করে ফেলল চিন। আজ এই খবর জানিয়েছে চিনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমস। এই সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, চিনের প্রতিরক্ষা বিষয়ক সংস্থা চায়না নর্থ ইন্ডাস্ট্রিজ গ্রুপ কর্পোরেশন লিমিটেড (নরিনকো) দেশের সবচেয়ে শক্তিশালী অ-পারমানবিক বোমা তৈরি করেছে। এই বোমা ‘মাদার অফ অল বম্বস’-এর চিনা সংস্করণ। এই বোমার চেয়ে বেশি ধ্বংসাত্মক শুধু পরমাণু অস্ত্র।


নরিনকোর ওয়েবসাইটে এই বোমার বিষয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বোমাটি ফেলার পর প্রচণ্ড বিস্ফোরণ হচ্ছে। এই প্রথম নতুন বোমার ধ্বংসাত্মক ক্ষমতা প্রকাশ্যে আনা হল বলে জানিয়েছে চিনের সরকারি সংবাদসংস্থা জিনহুয়া।

গত বছর আফগানিস্তানে ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীকে ধ্বংস করার লক্ষ্যে ‘মাদার অফ অল বম্বস’ ফেলে মার্কিন সেনাবাহিনী। সেই বোমার তুলনায় চিনের নয়া অস্ত্রটি হাল্কা ও ছোট বলে জানা গিয়েছে। তবে এই বোমার বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি নরিনকো। রাশিয়া আবার মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা ‘ফাদার অফ অল বম্বস’ তৈরি করেছে।