বেজিং: বিশ্বব্যাপীই দাপট বাড়ল করোনার (Coronavirus)। বছরের শেষদিনে চিনে (China) রেকর্ডহারে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। চিনের ন্যাশনাল হেলথ কমিশনের তরফে বলা হয়েছে, একদিনে সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ১৭৫ জন। গত এক সপ্তাহে সেখানে নতুন করে স্থানীয় পর্যায়ে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ১১৫১ জন।


গত দু'বছরে এত আক্রান্ত হয়নি, যেমনটা দেখা গেল ২০২১-এর শেষে। চিনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শিল্প ও প্রযুক্তির প্রাণকেন্দ্র বলে পরিচিত ‘সিয়ান’ শহরে দেখা দিয়েছে বেশির ভাগ সংক্রমণ। পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, এই শহরে বাস করেন প্রায় ৩০ লক্ষ। এই প্রেক্ষাপটে শহরটিতে শুরু হচ্ছে ১০ দিনের লকডাউন। হেলথ কমিশন সূত্রের খবর অনুযায়ী, ওই প্রদেশে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। কোভিড আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৫১ জনের। 


সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, চিনের কোনও একটি প্রদেশে ২০২১ সালে এটাই সর্বোচ্চ সংক্রমণ। অন্যদিকে, শানসি প্রদেশের রাজধানী এখনও সংক্রমণ প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার বিরুদ্ধে লড়াই জারি রেখেছে, এমনটাই খবর। এদিকে, বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৪ লক্ষ ৩৪ হাজার ৯৯০ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ২৮ কোটি ৭৯ লক্ষ ১০ হাজার ৪১৭। 


এদিকে, শহর কলকাতার পরিস্থিতিতও অত্যন্ত উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় কলকাতায় নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৯৮ জন। এক দিন আগেই সংখ্যাটা ছিল ১ হাজার ৯৫৪। এ দিন কলকাতায় ২ জন করোনা রোগী মারা গিয়েছেন। সবমিলিয়ে এই নিয়ে রাজ্যে মৃত্যু বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৭৭৩।  এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছেন মোট ১৬ লক্ষ ৪২ হাজার ৯৯৭ জন।


শুক্রবারের তুলনায় শনিবার রাজ্যে করোনা পরীক্ষাও (COVID Test) কম হয়েছে। এক দিন আগে যেখানে ৪০ হাজার ৮১৩ জনের নমুনা পরীক্ষা হয়েছিল। এ দিন পরীক্ষা হয়েছে ৩৭ হাজার ৫৪২ জনের নমুনা। যত সংখ্যক মানুষের করোনা পরীক্ষা হয় এবং তার মধ্যে যত জনের পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে, তাকে সংক্রমণের হার বলা হয়। রাজ্যে এই মুহূর্তে করোনা সংক্রমণের হার ১২.০২ শতাংশ।