নয়াদিল্লি :  করোনার পর ফ্লোরোনা। আতঙ্ক ছড়াল ইজরায়েলে । একে করোনা আতঙ্ক। তার সঙ্গে ইনফ্লুয়েঞ্জা। শুক্রবার আরব নিউজ জানায়, ইজরায়েলে হদিশ মিলেছে প্রথম "ফ্লোরোনা" আক্রান্তের।


কী এই ফ্লোরোনা? 


এই অসুখ আদতে কোভিড -19 এবং ইনফ্লুয়েঞ্জার একসঙ্গে আক্রমণ। ইজরায়েলের একটি সংবাদপত্র জানিয়েছে ,  এই সপ্তাহে সন্তান জন্ম দেওয়ার জন্য রবিন মেডিকেল সেন্টারে এক মহিলা ভর্তি হন। তাঁর শরীরে ফ্লোরোনা সংক্রমণ ধরা পড়ে। ইনফ্লুয়েঞ্জা ও তার সঙ্গে করোনাভাইরাস। সাঁড়াশি আক্রমণে ঘায়েল মহিলা।

বিশ্বজুড়ে চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এই পরিস্থিতিতে বহু দেশই বুস্টার ডোজ শুরু করেছে। সেখানে ইজরায়েলই বিশ্বে প্রথম কোভিড ভ্যাকসিনের চতুর্থ ডোজ দেওয়া শুরু করল। প্রথমে ভ্যাকসিন পাবেন সংক্রমণের ঝুঁকি যাঁদের সবথেকে বেশি তাঁরা ।  ওমিক্রন তরঙ্গের আশঙ্কাতেই এই পদক্ষেপ। 

আরও পড়ুন :


বাড়ছে আতঙ্ক, কলকাতা মেডিক্যাল কলেজে সংক্রমিত আরও দুই ইন্টার্ন


২০২০ সালে ইজরায়েল করোনা ভ্যাকসিন দেওয়া শুরু করে। এখন তারা চতুর্থ ডোজ দিচ্ছে। প্রথম এই রাউন্ডে ভ্যাকসিন পাবেন ,  বয়স্ক ব্যক্তিরা। রোগ প্রতিরোধ ক্ষমতা যাঁদের কম তাঁরাও ভ্যাকসিন পাবে।   ইজরায়েলে শেবা মেডিকেল সেন্টারে শুরু হয়েছিল এই চুর্থ রাউন্ড। সেখানে প্রথম চতুর্থ রাউন্ডের ভ্যাকসিন পান হার্ট এবং ফুসফুস প্রতিস্থাপন হওয়া রোগীরা। 


বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৪ লক্ষ ৩৪ হাজার ৯৯০ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ২৮ কোটি ৭৯ লক্ষ ১০ হাজার ৪১৭।