বেজিং: চিনের রাজধানী বেজিংয়ে মাংস ও সামুদ্রিক খাবার বিক্রির পাইকারি বাজার থেকে ছড়াচ্ছে করোনা ভাইরাস! গোটা এলাকায় তাপমাত্রা কম থাকায় এবং আর্দ্রতা বেশি থাকায় ব্যাপকভাবে করোনার জীবাণু ওই বাজারে বাসা বেঁধেছে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।


গত এক সপ্তাহ যাবৎ নতুন করে সংক্রমণ ছড়িয়েছে বেজিংয়ে। যা দেখে উদ্বিগ্ন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। যার নেপথ্যে বেজিংয়ের শিনফাদি ফুড সেন্টারের দিকে আঙুল তুলছেন অনেকে। ১৬০টি ফুটবল মাঠের সমান এই বাজার। নতুন করে ১০০জন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে চিনে।

শিনফাদি মার্কেটে কর্মরত বেশিরভাগ কর্মী মাংস ও সামুদ্রিক খাবারের বিপণিতে কাজ করেন। ওই মার্কেটে রয়েছে গোমাংস, ভেড়ার মাংসের আলাদা আলাদা বিভাগ।