লাদাখে মৃত ভারতীয় সেনা জওয়ানদের জন্য শোকপ্রকাশ আমেরিকার বিদেশ সচিব

নয়াদিল্লি: লাদাখের গালওয়ান উপত্যকায় চিনের পিপলস লিবারেশন আর্মির সঙ্গে সংঘর্ষে নিহত ২০ জন ভারতীয় সেনা জওয়ান। দুঃখপ্রকাশ করে ট্যুইট করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব মাইক পম্পেও।

আজ সকালে নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ট্যুইট করেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব মাইক পম্পেও। তিনি লেখেন, 'ভারত চিন সংঘর্ষে লাদাখে মৃত ২০ জন ভারতীয় সেনা জওয়ানদের জন্য আমরা গভীরভাবে শোকপ্রকাশ করছি। তাঁদের পরিবার পরিজন ও কাছের মানুষদের আমরা মনে রাখব। তাঁদের জন্য সমবেদনা।'



পম্পেও ছাড়াও আমেরিকার একাধিক নেতৃত্ব ভারতের ওপর চিনা হামলার বিরুদ্ধে সরব হয়েছেন। সেনেটের এক সদস্য মির্চ মিকনেল এই হামলাকে হিংসাত্বক ও 'এলাকা দখলের লড়াই' বলে বর্ণনা করেছেন। তিনি আরও বলেন, ১৯৬২-র পর চিন ও ভারতের মধ্যে এটিই সবচেয়ে হিংসাত্বক সংঘর্ষ।

অন্যদিকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে লাদাখ পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক। ভার্চুয়াল এই বৈঠক হবে বিকেল ৫টায়। যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সনিয়া গাঁধী, উদ্ধব ঠাকরে, শরদ পওয়ার প্রমুখ। থাকবেন সীতারাম ইয়েচুরি, ডি রাজা, চন্দ্রবাবু নাইডু, জগনমোহন রেড্ডিরা। বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে, চিনের দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে ঘটেছে গালওয়ান সংঘর্ষ।