ওয়াশিংটন: ভারতীয় সীমান্ত বরাবর নিজেদের প্রতিরক্ষা সংক্রান্ত সাজসজ্জা, প্রস্তুতি বাড়াচ্ছে চিন। সীমান্তে সেনাও বাড়িয়েছে। এমনই সতর্কবার্তা শোনাল পেন্টাগন। চিনের সামরিক ও নিরাপত্তার আয়োজন সংক্রান্ত ২০১৬ –র রিপোর্ট মার্কিন কংগ্রেসে পেশ করেছে পেন্টাগন। তারপর সাংবাদিক সম্মেলন করে চিনের এহেন সামরিক তত্পরতার কথা জানিয়েছেন পূর্ব এশিয়া বিষয়ক মার্কিন প্রতিরক্ষা সংক্রান্ত ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাব্রাহাম এম ডেনমার্ক। তিনি বলেছেন, ভারত সীমান্তের কাছাকাছি চিনা সামরিক বাহিনীর শক্তি বাড়ানো ও সাজসজ্জার তোড়জোড় আমাদের নজরে এসেছে। তবে এর পিছনের আসল কারণটি কী, তা অনুমান করা কঠিন বলে জানিয়েছেন তিনি।
তিব্বতে চিনের সামরিক কম্যান্ড জোরদার করার উদ্যোগ নিয়ে প্রশ্নের জবাবে ডেনমার্ক বলেন, এর পিছনে চিনের অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষার তাগিদ কতটা আর কতটাই বা দেশের বাইরে নিজের ক্ষমতা দেখানো-তা বলা মুশকিল।
মার্কিন প্রতিরক্ষা সচিব অ্যাশটন কার্টারের সাম্প্রতিক ভারত সফর খুবই ইতিবাচক, ফলপ্রসূ হয়েছে বলেও অভিমত জানিয়ে তিনি বলেছেন, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার কাজ চালিয়ে যাব আমরা। সেটা শুধু চিনের কথা মাথায় রেখে নয়, ভারত লাগাতার নিজেই এক বড় শক্তি হয়ে উঠছে বলে। ভারতের সঙ্গে আমরা সম্পর্ক চালিয়ে যাব তার গুরুত্বের কারণেই।
বিশ্বের বিভিন্ন জায়গায়, বিশেষত পাকিস্তানে তার ঘাঁটি সহ দুনিয়াজুড়ে চিনের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতির বিপদ সম্পর্কে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তরও। ঘটনাচক্রে পাকিস্তানের সঙ্গে চিনের বন্ধুত্ব অনেক পুরানো। দুটি দেশের স্ট্র্যাটেজিগত স্বার্থও এক।
রিপোর্টে এও বলা হয়েছে যে, চিন আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনৈতিক প্ল্যান, পরিকল্পনা সম্প্রসারিত করছে। তার সঙ্গে তাল রেখে পাকিস্তানে চিনা কর্মী, চিনের ব্যবসায়িক স্বার্থ, বিনিয়োগ সমু্দ্রপথ সুরক্ষিত রাখতে পিএলএ নৌবাহিনীর সক্রিয় ভূমিকা পালন করার দাবিও বাড়ছে। পাকিস্তানের মতো যেসব দেশের সঙ্গে চিনের বন্ধুত্ব দীর্ঘকালের, সেসব দেশে অতিরিক্ত নৌ ঘাঁটি তৈরির চেষ্টা করবে তারা।
রিপোর্টে বলা হয়েছে, ভারত-চিন সীমান্তের বিতর্কিত অঞ্চলগুলিতে বরাবরই উত্তেজনা রয়েছে। দু তরফই সেখানে সশস্ত্র বাহিনী রেখেছে। ২০১৫ –র সেপ্টেম্বরে উত্তর লাদাখের বারতসে এলাকায় পাঁচদিনের টানাপড়েনের পর চিন, ভারতের উচ্চ পদস্থ ফ্ল্যাগ অফিসারদের বৈঠক হয়। দু পক্ষই উত্তেজনা প্রশমনে রাজি হয়ে নিজ নিজ বাহিনীকে সরিয়ে নেয়।
ভারত সীমান্তে শক্তি বাড়িয়ে আরও সেনা চিনের, রিপোর্ট পেন্টাগনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 May 2016 10:38 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -