বেজিং: পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ নেতা মাসুদ আজহারকে রাষ্ট্রপুঞ্জের নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আরও একবার বাধার প্রাচীর গড়ে তুলতে পারে চিন। সে দেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র জেং শ্যুয়াংয়ের কথায় তেমনই ইঙ্গিত মিলল। জেং বলেছেন, মাসুদ আজহার সম্পর্কে রাষ্ট্রপুঞ্জের সংন্ত্রাসবাদ সংক্রান্ত কমিটিতে মতপার্থক্য রয়েই গিয়েছে।
আগামী মাসেই রাষ্ট্রপুঞ্জের ১২৬৭ কমিটি আজহারকে নিষিদ্ধ সন্ত্রাসবাদী ঘোষণার জন্য প্রস্তাবের ওপর পুনর্বিবেচনা করবে।
উল্লেখ্য, ভারতের পঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে হামলায় জড়িত থাকার জন্য মাসুদ আজহারকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণার জন্য রাষ্ট্রপুঞ্জে প্রস্তাব পেশ করেছে ভারত ও আমেরিকা সহ অন্যান্য দেশ। কিন্তু চিন ওই প্রস্তাবে বারংবার বাধা দিয়ে এসেছে। গত বছর ভারতের আবেদনে টেকনিক্যাল হোল্ড দেয় বেজিং।
তাদের ওই অবস্থান যে এখনও বদলাচ্ছে না তা স্পষ্ট করে দিয়েছে চিন। সংবাদমাধ্যমকে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র এ সংক্রান্ত প্রশ্নের জবাবে বলেছেন, এ ব্যাপারে তাঁদের অবস্থান আগেও জানানো হয়েছে। এ ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা, পেশাদারিত্ব ও ন্যায়বিচারের নীতির দোহাই দিয়ে জেং-এর সাফাই, রাষ্ট্রপুঞ্জের কমিটিতে ওই প্রস্তাব সম্পর্কে কয়েকটি সদস্য দেশের মতপার্থক্য রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে সমন্বয় সাধন ও যোগাযোগ বজায় রাখার জন্য প্রস্তুত চিন।