বেজিং: নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ বা এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে চিনকে বোঝানোর চেষ্টা চালাচ্ছে রাশিয়া।
গতকালই, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ নয়াদিল্লিতে জানিয়েছিলেন, এনএসজি ইস্যুতে বেজিংকে রাজি করাতে মস্কোকে অনুরোধ করেছে নয়াদিল্লি। এদিন চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চুনউইং স্বীকার করেন, এই নিয়ে রাশিয়ার সঙ্গে কথা চলছে। যদিও তিনি যোগ করেন, এখনও পর্যন্ত তারা আগের অবস্থানেই অনড়।
হুয়া বলেন, চিন ও রাশিয়ার মধ্যে যোগাযোগ হয়েছে। পাশাপাশি, এখনও আমরা মনে করি যে এনএসজি-র সংবিধান ও নীতি অনুযায়ী সকলের এগনো উচিত। তিনি যোগ করেন, এনএসজি-তে নন-এনপিটি (পরমাণু অস্ত্রপ্রসার রোধ চুক্তি স্বাক্ষর না করা) দেশগুলির অন্তর্ভুক্তির প্রশ্নটি বহু-পার্শ্বিক। এর সমাধান ঐকমত্যের ভিত্তিতেই হওয়া উচিত।
হুয়া বলেন, আমরা আমাদের অবস্থান আগেও বহুবার স্পষ্ট করেছি। বেজিংয়ের প্রস্তাব, নন-এনপিটি দেশগুলিকে অন্তর্ভুক্ত করার জন্য দু-দফা পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রথমে, অন্তর্ভুক্তির জন্য বিশেষ নীতি প্রণয়ন করতে হবে। দ্বিতীয়ত, প্রত্যেক দেশের আবেদন পৃথকভাবে খতিয়ে দেখতে হবে।