বেজিং: সিকিম সেক্টরে ডোকলামে দু দেশের সেনাবাহিনীর মধ্যে ঠান্ডা লড়াই চলছে। তার মধ্যেই ভারতমুখী বা ভারতে সফরে ইতিমধ্যে পৌঁছে যাওয়া নাগরিকদের নিজেদের নিরাপত্তার ব্যাপারে সাবধানে থাকতে, দরকার মতো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলল চিন।
বেজিংয়ে চিনা বিদেশ মন্ত্রকের এক কর্তা বলেন, এটা ভ্রমণ সংক্রান্ত কোনও অ্যালার্ট নয়, চিনা পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। নয়াদিল্লির চিনা দূতাবাস মারফত জারি হয়েছে এই পরামর্শ। চিনা সরকার পরিচালিত মিডিয়ায় সীমান্তে সংঘাতের জেরে চিনা বিনিয়োগকারীদের হুঁশিয়ার করে দেওয়া হলেও গত ৫ জুলাই তাকে তেমন আমল না দিয়ে চিনের পক্ষ থেকে বলা হয়, নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেই ভারত সফরকারী চিনা নাগরিকদের সফর সংক্রান্ত অ্যালার্ট জারি হবে কিনা, স্থির করা হবে।
চিন, ভারত গত তিন সপ্তাহ ধরে ভুটানের কাছে ডোকলামে সংঘাতে জড়িয়েছে। চিনা সেনা রাস্তা তৈরির চেষ্টা করেছিল সেখানে। তাতে আপত্তি জানায় ভারত। ভুটান ওই এলাকাকে ডোকলাম বলে। ভারত বলে ডোকা লা। চিনের দাবি, ওটা তাদের ডোংলাং অঞ্চলের মধ্যে পড়ে।
ভারত সফরকারী চিনা নাগরিকদের নিরাপত্তার ব্যাপারে সাবধানে থাকতে বলল বেজিং
Web Desk, ABP Ananda
Updated at:
08 Jul 2017 04:12 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -