নয়াদিল্লি: উরি সেক্টরে জঙ্গি হামলায় নিহত জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানালেও, এই হামলার বিষয়ে পাকিস্তান ও জইশ ই মহম্মদ প্রসঙ্গ এড়িয়ে গেল চিন। উল্টে কাশ্মীরে উত্তেজনা এবং ‘উত্তাপ’ বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করল চিন। আলোচনার মাধ্যমে ভারত ও পাকিস্তানকে সমস্যা মিটিয়ে নেওয়ারও পরামর্শ দিল চিন।


চিনের বাধাতেই রাষ্ট্রসংঘে জইশ ই মহম্মদ জঙ্গিগোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করার প্রচেষ্টা ভেস্তে গিয়েছিল। সেই জঙ্গিগোষ্ঠীই উরিতে হামলা চালিয়েছে। স্বভাবতই এ বিষয়ে চিনের প্রতিক্রিয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লু কাং বলেছেন, ‘উরি হামলায় নিহত ও আহতদের পরিবারবর্গকে আমরা সমবেদনা জানাচ্ছি। সব ধরনের সন্ত্রাসের বিরোধী চিন। আমরা এই হামলার কড়া নিন্দা করছি। কাশ্মীরে উত্তেজনা এবং রাজনৈতিক উত্তাপ বাড়া নিয়ে আমরা উদ্বিগ্ন। আশা করি সংশ্লিষ্ট সব পক্ষ আলোচনার মাধ্যমে বিরোধ মেটাবে এবং সন্ত্রাস-বিরোধী ব্যবস্থা নেবে। একমাত্র এই পথেই কাশ্মীরে শান্তি ও নিরাপত্তা স্থাপন করা সম্ভব।’

পাক অধিকৃত কাশ্মীরে অর্থনৈতিক করিডরে ৪৬ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে চিন। উরি হামলার পরিপ্রেক্ষিতে সেই প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন লু।