জেনেভা: চলতি সপ্তাহেই ভারতে রাজনৈতিক আশ্রয়ের আর্জি জানিয়ে আবেদন করবেন বলে জানিয়েছেন নির্বাসিত বালুচ নেতা ব্রাহমদাঘ বুগতি। আরও অনেক বালুচ নেতাও এই আবেদন করতে পারেন। বালুচ রিপাবলিকান পার্টি (বিআরপি) নেতা বুগতি আরও বলেছেন, বালুচিস্তানে মানুষের ওপর নির্যাতনের অভিযোগে তাঁদের দল পারভেজ মুশারফ, আসফাক পারভেজ কিয়ানি এবং রাহিল শরিফের মতো পাকিস্তানের প্রাক্তন ও বর্তমান সেনা প্রধানদের পাশাপাশি আইএসআইয়ের শীর্ষ স্তরের আধিকারিকদের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে মামলা করবে।

এদিন বিআরপি-র সেন্ট্রাল কমিটির বৈঠক হয়। এই বৈঠকে গৃহীত পদক্ষেপ সম্পর্কে বুগতি জানিয়েছেন, বালুচদের ওপর হিংসার ঘটনায় পাকিস্তানের সঙ্গে ‘সামিল’ হয়েছে চিন। আন্তর্জাতিক আদালতে বিআরপি চিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চায়। এজন্য বিআরপি ভারত, আফগানিস্তান ও বাংলাদেশের সাহায্য চাইবে।

বালুচ জাতীয়তাবাদী নেতা নবাব আকবর খান বুগতির নাতি ব্রাহমদাঘ। ১০ বছর আগে পাক সেনার আক্রমণে নিহত হন আকবর খান বুগতি। ব্রাহমদাঘ বলেছেন, আগামী তিন-চার দিনের মধ্যেই ভারতীয় দূতাবাসের মাধ্যমে ভারতের কাছে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন জানাবেন। এর পরবর্তী আইনি প্রক্রিয়া তিনি অনুসরণ করবেন। ব্রাহমদাঘ বর্তমানে সুইত্জারল্যান্ডে রয়েছেন।

নির্যাতিত বালুচরা যাতে নিরাপত্তার জন্য ভারতে এসে রাজনৈতিক আশ্রয় লাভ করতে পারে সেজন্য নয়াদিল্লির কাছে সুনির্দিষ্ট নীতিগত উদ্যোগ গ্রহণের আর্জি জানিয়েছেন ব্রাহমদাঘ।