বেজিং: পর্যটকরা সাবধান! চিনের দিক থেকে মাউন্ট এভারেস্ট বা তিব্বত বেড়াতে গেলে ভুলেও কোনও জায়গা নোংরা করবেন না বা ঐতিহাসিক স্থাপত্যে আঁচড় কাটবেন না। তাহলেই কিন্তু আপনাদের নাম কালো তালিকাভুক্ত হয়ে যাবে। চিন সরকার এবার থেকে এমনটাই করতে চলেছে।
তিব্বতের তিঙ্গরি প্রদেশের পর্যটন বিভাগের উপ প্রধান গু চুনলেই বলেছেন, এ বছর থেকেই অভব্য আচরণকারী পর্যটকদের চিহ্নিত করার কাজ শুরু হবে। তাঁদের নামের তালিকা তৈরি করে তা প্রকাশ্যে আনা হবে।
প্রতি বছর মে মাস থেকে মাউন্ট এভারেস্টে অভিযাত্রীদের আগমন শুরু হয়। গত বছর বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে ৪০,০০০ অভিযান হয়েছিল। বিপুল সংখ্যক পর্যটক আসার ফলে যেমন আর্থিক লাভ হচ্ছে তেমনই তিব্বতের ঐতিহাসিক স্থাপত্যগুলির ক্ষতি হচ্ছে। পর্যটকরা বিভিন্ন ফলকের গায়ে নাম লিখছেন, ছবি আঁকছেন বা অন্য কিছু লিখছেন। এবার এই দৃশ্যদূষণ বন্ধ করার উদ্যোগ নিচ্ছে চিন।
এভারেস্ট নোংরা করলেই পর্যটকদের কালো তালিকায় ফেলবে চিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 May 2016 04:58 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -