মুম্বই: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জঙ্গি হামলায় আহত হওয়া জেট এয়ারওয়েজের বিমানকর্মী নিধি চাপেকারকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল। তিনি অনেকটাই ভাল আছেন। চিকিৎসকরা তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।
গত ২২ মার্চ ব্রাসেলস বিমানবন্দরে তিনটি বোমা বিস্ফোরণ হয়। ম্যালবিক মেট্রো স্টেশনেও একটি বিস্ফোরণ হয়। এই জঙ্গি হামলায় এক আত্মঘাতী জঙ্গি সহ ৩৫ জনের মৃত্যু হয়। এই বিস্ফোরণের সময় ব্রাসেলস বিমানবন্দরে ছিলেন নিধি। তাঁর শরীরের ১৫ শতাংশ পুড়ে যায় এবং গোড়ালি ভেঙে যায়। বিস্ফোরণের পরদিন তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপরেই তিনি আতঙ্কের মুখ হয়ে ওঠেন।
গত শুক্রবার দেশে ফেরেন নিধি। এরপর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। আপাতত সুস্থ থাকায় নিধিকে ছেড়ে দেওয়া হল।
ব্রাসেলসে জঙ্গি হানায় আহত নিধি হাসপাতাল থেকে ছাড়া পেলেন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 May 2016 12:20 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -