প্রসঙ্গত, চিনের ঝেজিয়াং প্রদেশের পূর্বে অবস্থিত ইউ। এই শহরটি মূলত একটি বড় পাইকারি বাজার হিসেবে পরিচিত। এখান থেকেই যাত্রা শুরু করবে ওই মালবাহী ট্রেন।
চিনের ইউ থেকে লন্ডনের দূরত্ব প্রায় বারো হাজার কিলোমিটার। আর এই যাত্রাপথ অতিক্রম করতে এই ট্রেনের লাগবে আঠারো দিন।
ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন প্রথম ব্রিটেনকে পশ্চিমের সর্ববৃহৎ নিয়োগের ক্ষেত্র হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন, এবং ব্রিটেনকে সবচেয়ে বড় ব্যবসা ক্ষেত্র হিসেবে তুলে ধরার জন্যে সওয়ালও করেছিলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী।
আর ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী থেরেসা মে এই ট্রেন চালু করে কার্যত সেই সিদ্ধান্তে সবুজ সঙ্কেত দিলেন। এর সঙ্গে চিন ও ব্রিটেনের মধ্যে খুলে গেল বিশাল অর্থনৈতিক লেনদেন-এর দরজাও।