বেজিং: তিব্বতের মধ্য সড়ক ও রেলপথের মাধ্যমে নেপালে ইতিমধ্যেই প্রভাব বাড়িয়েছে চিন। এবার রেলপথে ভারতকেও জুড়তে চায় চিন। ভারত ও দক্ষিণ এশিয়ার সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে নেপাল হয়ে বিহারে রেললাইন পৌঁছে দিতে আগ্রহী চিন। চিনের সরকারি সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে।
সীমান্ত পেরিয়ে রাসুওয়াগাধি এলাকায় রেল সংযোগ গড়ে তোলার বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে ভারত ও চিনের। ২০২০-র মধ্যে চিনের রেলপথ নেপালের সীমান্ত সংলগ্ন এলাকায় পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। চিনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস এ কথা জানিয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে, এই রেললাইনই চিনের সঙ্গে ভারতের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার সম্ভাবনা বাড়িয়েছে। রাসুওয়াগাধি থেকে সীমান্ত পেরিয়ে ২৪০ কিমি দূরত্বে বিহারের বীরগঞ্জে রেল যোগাযোগ গড়ে তোলা গেলে ভারতের সঙ্গে চিন রেলপথে যুক্ত হয়ে যাবে। এর ফলে বিহারের পক্ষে রেল পথে চিনের সঙ্গে বাণিজ্যিক সংযোগ অনেক সহজ হবে। কলকাতার মাধ্যমে বাণিজ্যিক পথের তুলনায় এক্ষেত্রে সময় ও দুরত্ব অনেকটাই কমে যাবে বলে নিবন্ধে মন্তব্য করা হয়েছে।
রেলপথে নেপালের সঙ্গে চিনের সংযোগ শুধু নেপাল বা সে দেশের ভবিষ্যতের উন্নতির জন্যই নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার সঙ্গে যোগাযোগ গড়ে তোলার পক্ষেও তা প্রয়োজনীয় বলে নিবন্ধে দাবি করা হয়েছে।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
‘নেপাল হয়ে ভারতে রেল যোগাযোগ গড়তে আগ্রহী চিন’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 May 2016 08:49 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -