বেজিং: বিমানযাত্রীর ব্যাগেজ থেকে উদ্ধার হল সারি সারি আরশোলা! এমনই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে চিনে। বিমানবন্দরে এক বয়স্ক দম্পতির মালপত্র থেকে প্রায় ২০০ জ্যান্ত আরশোলা উদ্ধার করেছেন কাস্টমস আধিকারিকরা।
খবরে প্রকাশ, গত ২৫ নভেম্বর গুয়াংডং প্রদেশের বাইউন আন্তর্জাতিক বিমানবন্দরের ওই দম্পতির মালপত্র এক্স-রে যন্ত্রের মধ্যে দিয়ে পাঠানো হলে তাতে কিছু নড়াচড়া করতে দেখেন নিরাপত্তা আধিকারিকরা।
এক নিরাপত্তা আধিকারিক বলেন, ওই দম্পতি একটি বাকেট নিয়ে যাচ্ছিলেন। সেটি এক্স-রে যন্ত্রের মধ্যে পাঠানো হলে অস্বাভাবিক নড়াচড়া দেখতে পাই। তিনি যোগ করেন, বাকেট খুলতেই তাঁদের চক্ষু চড়কগাছ।
একজন মহিলা নিরাপত্তাকর্মী ওই বাকেটটি খুলে দেখেন, ওর মধ্যে দিয়ে শয়ে শয়ে আরশোলা বেরিয়ে আসছে। ভয়ের চোটে প্রায় কেঁদে ফেলেন ওই কর্মী।
কেন এত আরশোলা নিয়ে যাচ্ছেন তাঁরা? প্রশ্ন করায় স্বামী জানান, তাঁর স্ত্রীর একটি বিশেষ চর্মরোগ রয়েছে। তার চিকিৎসার জন্যই এই আরশোলা। স্বামী দাবি করেন, এটি একটি বহু পুরনো রোগ-নিরাময় প্রথা। যেখানে আরশোলাগুলিকে একটি বিশেষ ভেষজের সঙ্গে মিশিয়ে ত্বকে প্রলেপ দিতে হয়। যদিও, তাঁর স্ত্রীর ত্বকে ঠিক কী সমস্যা, তা তিনি ব্যাখ্যা করেননি।
তবে, নিরাপত্তাকর্মীরা ওই দম্পতিকে জানিয়ে দেন, আরশোলা নিয়ে বিমানে ওঠা যাবে না। এরপর, সেগুলিকে বিমানবন্দরেই ছেড়ে দেন তাঁরা।