সাংহাই: স্ত্রীর সঙ্গে শপিং করতে যাওয়া বেশিরভাগ পুরুষেরই পছন্দের বিষয় নয়। স্ত্রী যখন শপিং মলে একের পর দোকানে ঘুরতে থাকেন, তখন অনেক স্বামীই বিরক্ত হয়ে যান। কিন্তু কিছু করার থাকে না। তবে সাংহাইয়ের গ্লোবাল হারবার শপিং সেন্টারে গিয়ে আর স্বামীরা বিরক্ত হচ্ছেন না। কারণ, এখানে তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। স্ত্রী যখন শপিংয়ে ব্যস্ত, স্বামীরা তখন টিভি দেখা, লেদার ম্যাসাজ চেয়ারে বসে শরীর ঝরঝরে করে ফেলা বা ১৯৯০-এর দশকের সব ভিডিও গেম খেলার সুযোগ পাচ্ছেন। এর জন্য খরচ করতে হচ্ছে প্রতি ঘণ্টায় ৪ মার্কিন ডলার। মাসখানেক হল চালু হয়েছে এই ব্যবস্থা। ইতিমধ্যেই এটি বেশ জনপ্রিয় হয়েছে।

এই ‘হাজব্যান্ড স্টোরেজ পড’-এর আধিকারিক ঝাউ জুন বলেছেন, ‘মহিলাদের সঙ্গে শপিং করতে এলে পুরুষরা সাধারণত বোর হয়ে যান। সেই কারণেই তাঁদের বিশ্রাম নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তাঁরা এখানে গেম খেলতে পারেন, মোবাইল ফোনে চার্জ দিতে পারেন।’

শপিং করতে আসা এক মহিলা বলেছেন, আগে তাঁর সঙ্গে শপিং করতে গেলেই বিরক্ত হতেন স্বামী। কিন্তু এখন এই শপিং মলে এসে আর তিনি বিরক্ত হন না। তবে অপর এক মহিলা আবার বলেছেন, এই ব্যবস্থায় তিনি খুশি নন। কারণ, তাঁর স্বামী গেম খেলতে ব্যস্ত থাকায় ব্যাগ বওয়া, কথা বলা, শপিংয়ের বিষয়ে পরামর্শ দেওয়ার কেউ থাকছে না। পুরুষরা অবশ্য সবাই খুশি। এক ব্যক্তি বলেছেন, এই শপিং মলে কয়েকশো গেম খেলার সুযোগ আছে। এখানে এলেই তাঁর ছোটবেলার কথা মনে পড়ে যায়।