বেজিং: কুকুরের ডাক বন্ধ করার জন্য কণ্ঠনালি কেটে দেন চিনের এক স্বঘোষিত পশু চিকিৎসক। তিনি রাস্তার উপরেই রীতিমতো ক্লিনিক খুলে বসেছিলেন। সেখানে গিয়ে বহু মানুষ কুকুরের কণ্ঠনালি কাটিয়েছেন। প্রশাসন এই ডাক্তারের ক্লিনিক বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
চিনা সংবাদমাধ্যম একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। সেটিতে দেখা যাচ্ছে, চিনের দক্ষিণ-পশ্চিম অংশের সিচুয়ান প্রদেশের রাজধানী চেঙ্গদুতে ওই হাতুড়ে ডাক্তারের ক্লিনিক রয়েছে। ক্লিনিক বলতে রাস্তার পাশে টেবল-চেয়ার। সেখানেই তিনি প্রথমে কুকরগুলিকে ওষুধ নিয়ে সাময়িকভাবে অচেতন করে মুখ ফাঁক করে কাঁচি দিয়ে কণ্ঠনালি কেটে দিচ্ছেন। মাত্র পাঁচ মিনিটেই সম্পন্ন হচ্ছে গোটা প্রক্রিয়া। রাস্তা রক্তে ভেসে যাচ্ছে। রক্তমাখা কাঁচি না ধুয়েই ফের অন্য একটি কুকুরের কণ্ঠনালি কেটে দিচ্ছেন ওই ব্যক্তি।
চিনের বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, কুকুরের ডাকের তীব্রতা কমানোর জন্য স্বীকৃত অস্ত্রোপচারের পদ্ধতি আছে। কুকুরের কণ্ঠনালির সামান্য অংশ বাদ দিয়ে আওয়াজ কমানো হয়। কিন্তু কণ্ঠনালি পুরোপুরি কেটে ফেলা হয় না। জেং নামে এই হাতুড়ে ডাক্তারের কাছে কুকুরের অস্ত্রোপচার করার অনুমতি নেই। তা সত্ত্বেও তিনি একের পর এক কুকুরের কণ্ঠনালি কেটে গিয়েছেন।
জেং-এর কাছে কুকুর নিয়ে যাওয়া অনেক ব্যক্তিই বলছেন, কুকুরের ডাকে তাঁরা অতিষ্ট হয়ে উঠেছিলেন। প্রতিবেশীরাও বিরক্ত হয়ে উঠেছিলেন। সেই কারণেই তাঁরা কুকুরের কণ্ঠনালি কাটানোর ব্যবস্থা করেন। কুকুরের আকার অনুযায়ী ৮ থেকে ১২ মার্কিন ডলার ফি নিতেন জেং।
কুকুরের ডাক থামাতে কাটছিলেন কণ্ঠনালি, চিনে হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে তদন্ত শুরু
Web Desk, ABP Ananda
Updated at:
18 Sep 2017 02:13 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -