বেজিং: ডোকালাম ইস্যু নিয়ে ভারত সম্পর্কে কোনও অবস্থাতেই নরম মনোভাব নিতে নারাজ বেজিং। তা আরও একবার প্রমাণ হয়ে গেল চিনা সংবাদমাধ্যমের একটি দাবিতে। সেখানে দাবি করা হয়েছে, ব্রিকস সম্মেলনের প্রস্তুতি সংক্রান্ত আলোচনা করতে আগামীকালই চিন যাচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। কিন্তু তাঁর সফর শুধুমাত্র ব্রিকস সম্মেলনকে কেন্দ্র করেই হবে। ডোকালাম ইস্যু নিয়ে ভারত সম্পর্কে এইমুহূর্তে যা সিদ্ধান্ত চিনের, সেখানে কোনও পরিবর্তন আসবে না।



চিনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে দাবি করা হয়েছে, ডোকালামকে কেন্দ্র করে ভারত-চিন সীমান্তে এইমুহূর্তে যে অস্থিরতা রয়েছে, তার সঙ্গে দোভালের আসন্ন সফরের কোনও সম্পর্ক নেই। এই সফর মূলত, ব্রিকস সম্মেলন শুরুর আগে নিরাপত্তা খতিয়ে দেখার জন্যে সুরক্ষা সম্পর্কিত একটি রুটিন বৈঠক। যদিও ভারতীয় সংবাদমাধ্যমের ধারণা, দোভালের এই সফরে সীমান্তের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে, এবং হয়তো সমাধানের পথ খুঁজে পাবে দুদেশেই। প্রসঙ্গত, ব্রিকস সম্মেলন সংক্রান্ত বৈঠকে যোগ দিতে আগামী ২৭ ও ২৮ জুলাই বেজিংয়ে থাকবেন দোভাল।

এদিকে এই ইস্যুতে চিনের যে সিদ্ধান্ত ডোকালাম থেকে ভারত সেনা না সরানো অবধি নয়াদিল্লির সঙ্গে কোনও কথা বলবে না বেজিং, সেই সিদ্ধান্তেই তারা অনড় থাকছে। দোভাল যদি মনে করেন, তিনি ডোকালাম নিয়ে এই সফরে বেজিংয়ের থেকে ইতিবাচক কিছু প্রতিক্রিয়া পাবেন, তাহলে তিনি সম্পূর্ণ ভুল আশা করছেন, দাবি চিনা সংবাদমাধ্যমের। সেখানেই বলা হয়েছে এব্যাপারে সমস্ত চিনাবাসীর ভাবনাও এক। ভারতকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ চিন। এছাড়া যদি আন্তর্জাতিক আইন মেনে চলার পক্ষে থাকে ভারত, তাহলে অবিলম্বে ডোকালাম থেকে সেনা সরিয়ে নেওয়া উচিত্ নয়াদিল্লির, মত বেজিংয়ের। আর যদি ভারত নিজের সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে চিনা সেনা সঠিক পদক্ষেপ গ্রহণে বিন্দুমাত্র দ্বিধা করবে না। তার ফল ভুগতে হবে ভারতকেও, দাবি চিনের।