বেজিং: ডোকলাম ইস্যুকে কেন্দ্র করে গত ৭০ দিন ধরে ভারত-চিনের মধ্যে চলা সংঘাত থেকে এবার শিক্ষা নিক নয়াদিল্লি। ভবিষ্যতে কোনও পদক্ষেপ নেওয়ার আগে যেন ভাবনাচিন্তা করে ভারত, মন্তব্য, চিনা বিদেশমন্ত্রীর। প্রসঙ্গত, মাত্র ৪৮ ঘণ্টা আগে ডোকলাম থেকে সেনা সরিয়েছে ভারত ও চিন। তারপরই চিনের বিদেশমন্ত্রী ওয়াঙ ই সাংবাদিক বৈঠক করে, ভারতকে এই দীর্ঘ সংঘাত থেকে ভবিষ্যতের জন্যে শিক্ষা নেওয়ার পরামর্শ দিলেন।


আগামী সপ্তাহেই চিনে অনুষ্ঠিত হতে চলেছে ব্রিকস সম্মেলন। সেখানে উপস্থিত থাকার কথা ব্রাজিল, রাশিয়া, চিন, দক্ষিণ আফ্রিকা সহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। চিনের দক্ষিণপূর্ব সৈকত শহর জিয়ামেনে আগামী ৩ ও ৫ সেপ্টেম্বর বসতে চলেছে এই সম্মেলন।

ওই সাংবাদিক বৈঠকেই চিনের বিদেশমন্ত্রীকে প্রশ্ন করা হয়, ব্রিকস সম্মেলনের আগে নিজেদের মুখ বাঁচাতেই কি ডোকলাম থেকে সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত বেজিংয়ের? বিদেশমন্ত্রী ওয়াঙয়ের দাবি, ডোকলামের যে এলাকাতে ভারত সেনা মোতায়েন করে রেখেছিল, সেটা আসলে চিনের। কিন্তু ভুটান নিজেদের এলাকা বলে দাবি করছিল। আপাতত, ভারতীয় সেনার অনুপ্রবেশ তারা বন্ধ করেছে।

তথ্য বলছে সীমান্তে ভারত-চিনের মধ্যে সমস্যা নতুন কিছু নয়, তবে সাম্প্রতিককালে ডোকলাম সংঘাত সবচেয়ে বেশি দিন ধরে চলল। মাঝেমধ্যে পরিস্থিতি এতটাই অস্থির হয়ে ওঠে, যে ছোট মাত্রার যুদ্ধের সম্ভাবনাও দেখা যায় সীমান্তে। আপাতত, এই সংঘাত শেষে দুদেশেই চায় দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে শান্তি বজায় থাকুক। প্রসঙ্গত, ভারত-চিন সংঘাতে আন্তর্জাতিক স্তরেও অচলাবস্থার সৃষ্টি হচ্ছিল। স্থিতাবস্থা বজায় রাখতে আপাতত দুদেশেরই উচিত্ যেকোনও সিদ্ধান্ত আলোচনার মাধ্যমেই গ্রহণ করা, মত চিনা মন্ত্রীর।