বেজিং: সদ্যই বিশ্বজয় করেছেন ভারতীয় তরুণী মানুষী ছিল্লার। নতুন মিস ওয়ার্ল্ডকে নিয়ে গর্বিত সারা দেশ। প্রতিবেশী চিনের নেটিজেনরাও মানুষীর প্রশংসায় পঞ্চমুখ। প্রতিযোগিতার ফাইলানে অন্য প্রতিযোগীদের যেভাবে শক্ত লড়াইয়ের মুখে ফেলে দিয়েছিলেন ভারতীয় সুন্দরী, তা চিনের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের হৃদয় জিতে নিয়েছে।
চিনের সান্য সিটি এরিনায় গত ১৮ নভেম্বর ১৭ বছর পর ভারতীয় হিসেবে মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছেন মানুষী।
মানুষীর উচ্ছ্বসিত প্রশংসায় ভাসছে সিনা ওয়েইবোর পেজ। সিনা ওয়েইবো চিনে ট্যুইটারের মতোই জনপ্রিয় একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট।
চূড়ান্ত পর্বে ইংল্যান্ড, ফ্রান্স, কেনিয়া ও মেক্সিকোর প্রতিযোগীদের হারিয়ে সেরার শিরোপা পেয়েছেন ভারতের মেডিক্যাল পড়ুয়া মানুষী।
চিনের এক নেটিজেন বলেছেন, মানুষী ২০ বছরের মেডিক্যাল ছাত্রী। তিনি ১১৮ জন প্রতিযোগীর মধ্যে মিস ওয়ার্ল্ড শিরোপা পেয়েছেন। আগামী দিনে তিনি কী করেন, সেদিকে আমি সাগ্রহে তাকিয়ে থাকব।
অসংখ্য নেটিজেন আবার ভারতীয় সুন্দরীর রূপের প্রশংসা করেছেন বলে জানিয়েছে চিনের সরকার পরিচালিত সংবাদপত্র গ্লোবাল টাইমস।
রেনগোংজিয়াংশু তাইজিসি নামে একজন লিখেছেন, অবশ্যই ওরা সুন্দরী! গঙ্গা নদীর তীরে ওদের জন্ম, যা সুষম পুষ্টি নিশ্চিত করে এবং স্বাস্থ্যের পক্ষে উপযোগী।
নেটিজেন লিলিবানশাংকাও লিখেছেন, আমি স্বীকার করছি যে, ভারতীয় মহিলারা দারুন সুন্দরী।
এক চিনা নেটিজেন তো ২০০০ সালে সুন্দরী প্রতিযোগিতায় ভারতের তিন সাফল্য সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করেছেন। ওই বছর বলিউড অভিনেত্রী লারা দত্ত, প্রিয়ঙ্কা চোপড়া ও দিয়া মির্জা যথাক্রমে মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড ও মিস এশিয়া প্যাসিফিকের শিরোপা পেয়েছিলেন। এই পোস্ট শেয়ার করে ওই চিনা নেটিজেন লিখেছেন, একই বছরে তিনটি খেতাব! সম্ভবত এটা বিশ্বরেকর্ড। প্রকৃত অর্থেই ভারতে প্রচুর সুন্দরী রয়েছেন।