বেজিং: ১৯৬৩ সালে ভুল করে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ার অপরাধে গ্রেফতার হয়েছিলেন চিনের সেনা জওয়ান ওয়াং কি। কয়েক বছর কারাবাসের পর মুক্তি পেয়ে তিনি ভারতেই ছিলেন। মধ্যপ্রদেশের একটি প্রত্যন্ত গ্রাম তিরোদিতে বিয়ে করে সুখেই সংসার করছিলেন। তবে দেশে যেতে না পারার যন্ত্রণা এতদিন তাঁকে কুরে কুরে খাচ্ছিল। এবার তিনি দেশে ফিরলেন। আজ তিনি ছেলে, বৌমা, নাতনিকে নিয়ে চিনে গিয়ে নিজের পরিবারের লোকেদের সঙ্গে মিলিত হলেন।


১৯৬২ সালে ভারত-চিন যুদ্ধের কয়েক সপ্তাহ পরেই ভুল করে সীমান্ত পেরিয়ে এদেশে চলে আসেন ওয়াং। গ্রেফতার হওয়ার পর বেশ কয়েকটি জেলে কাটাতে হয় তাঁকে। ১৯৬৯ সালে আদালতের নির্দেশে মুক্তি পান তিনি। এরপর পুলিশ তাঁকে নিয়ে যায়। সেই থেকে মধ্যপ্রদেশের ওই গ্রামেই ছিলেন ওয়াং। ৭৭ বছর বয়সি এই প্রাক্তন চিনা সেনা জওয়ান দেশে গিয়ে তিন ভাই ও দু বোনের সঙ্গে দেখা করার জন্য বিষয়ে নয়াদিল্লি ও বেজিংয়ের অনুমতি চান ওয়াং। দু দেশের সরকারের যৌথ উদ্যোগে দেশে ফেরার সুযোগ পেলেন ওয়াং।