বেজিং: পড়ুয়াদের স্থুলত্বের সমস্যা ঠেকাতে অভিনব পদক্ষেপ চিনের বিশ্ববিদ্যালয়ের। পরীক্ষার নম্বরের সঙ্গে যুক্ত করা হল ওজন হ্রাসকে। অর্থাত্, প্রয়োজনের অতিরিক্ত ওজন ঝরাতে না পারলে তার প্রভাব পড়বে পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ওপর। এ জন্য একটি পৃথক কোর্সও চালু হয়েছে।


জিয়াংসু প্রদেশের নানজিয়াং কৃষি বিশ্ববিদ্যালয়ের ওই কোর্সের লক্ষ্য পড়ুয়াদের ডায়েট কন্ট্রোল ও ব্যায়ামের প্রতি উত্সাহী করে তোলা। ওই কোর্সের শিক্ষক ঝৌ কুয়ানফু বলেছেন, ৬০ শতাংশ পড়ুয়ার গ্রেডের বিষয়টি নির্ভর করবে ওজন ঝরানোর ওপর। প্রকৃত ওজনের ৭ শতাংশ ঝরাতে পারলে তারা এই কোর্সটিতে উত্তীর্ণ হতে পারবে।

এই কোর্স চালু হওয়ার পর পড়ুয়াদের মধ্যে স্থুলত্ব কমানোর জন্য তত্পরতা বেশ বেড়েছে। এক ছাত্রী জানিয়েছেন, স্কুলের ফিটনেস রুমে পড়ুয়ারা এখন ট্রেডমিলে দৌড়চ্ছেন। প্রতি সোম ও শুক্রবার সন্ধেয় ১০ কিলোমিটার করে হাঁটছেন।

প্রতি বুধবার বিকেলে শিক্ষকের তত্ত্বাবধানে পাহাড়েও চড়ছেন পড়ুয়ারা।

ওই ছাত্রীও আরও জানিয়েছেন, মোবাইল অ্যাপে তাঁরা তাঁদের প্রতিদিনের খাবারের রেকর্ড রাখছেন। পুষ্টিবিদদের কাছে পরামর্শ পেতে খাওয়ার আগে খাবারের ছবি পাঠাচ্ছেন।

ঝৌ জানিয়েছেন, স্বাভাবিকের থেকে যাদের ওজন বেশি তারা এই কোর্সে ভর্তি হতে পারে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০১৩ থেকে ১৪-র মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের ১৩ শতাংশ পড়ুয়া স্থুলত্বের শিকার ছিলেন।