ওয়াশিংটন: বিখ্যাত হাভার্ড ইউনিভার্সিটিকে ২৫ মিলিয়ন ডলার অর্থ দান করলেন বিশিষ্ট শিল্পপতি লক্ষ্মী মিত্তাল। বিশ্ববিদ্যালয়ের ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলির সংযোগ আরও বৃদ্ধির লক্ষ্যেই এই অর্থ দান করেছেন মিত্তাল। এই অর্থ দিয়ে বিশ্ববিদ্যালয়ে দক্ষিণ এশিয়া ইন্সস্টিটিউটের জন্য বিশেষ তহবিল তৈরি হবে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে যে, হাভার্ড ভারত, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কার মতো দক্ষিণ এশিয়ার দেশগুলির এবং এই দেশগুলির থেকে আসা জনগোষ্ঠীর সঙ্গে সংযোগ গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছে। মিত্তাল ফাউন্ডেশন থেকে প্রাপ্ত অনুদানের পর বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া ইন্সস্টিটিউটের নাম হবে লক্ষ্মী মিত্তাল দক্ষিণ এশিয়া ইন্সস্টিটিউট।
এই অনুদানের জন্য মিত্তাল পরিবারের কাছে কৃতজ্ঞতা জানানো হয়েছে।
বিশ্বের বৃহত্তম ইস্পাত কোম্পানি আর্সেলর মিত্তালের সিইও তথা চেয়ারম্যান লক্ষ্মী মিত্তাল বলেছেন, সভ্যতার সূচনা লগ্ন থেকে বিশ্বের উন্নয়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে দক্ষিণ এশিয়া। তিনি আরও বলেছেন, ভারতীয় হিসেবে ভারত ও তার প্রতিবেশী দেশগুলির অগ্রগতি তাঁর ও তাঁর পরিবারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হাভার্ড বিশ্ববিদ্যালয়কে ২৫ মিলিয়ন ডলার দান লক্ষ্মী মিত্তালের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Oct 2017 03:12 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -