১৫ বছরের ছোট তরুণকে বিয়ে করতে ৫০ লক্ষ ইউয়ান দিলেন চিনা মহিলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Jan 2018 04:06 PM (IST)
তাইপেই (তাইওয়ান): বয়সে ১৫ বছরের ছোট এক তরুণকে বিয়ে করতে চান এক মহিলা। কিন্তু এতে মোটেই রাজি নন ওই তরুণের বাবা-মা। কাজেই অর্থের টোপ দিলেন ওই মহিলা। জানা গেছে, চিনের হাইনান প্রদেশের ওই ৩৮ বছরের মহিলা ২৩ বছরের তরুণকে বিয়ের জন্য পণ হিসেবে ৫০ লক্ষ ইউয়ান দিয়েছেন। এরপরই বিয়েতে মত দেন তরুণের বাবা-মা। গত ১০ জানুয়ারি কিয়োনঘাই শহরে চার হাত এক হয়েছে। ওই মহিলা শুধু তাঁর স্বামীর তুলনায় ১৫ বছরের বড়ই নন। তাঁর ১৪ বছরের এক সন্তানও রয়েছে। বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে একটি সংবাদমাধ্যম। ওই ভিডিওতে গাঢ় লাল রঙের স্পোর্টস কারে বরের সঙ্গে যাওয়ার সময় কনেকে দামী গয়নাপত্র পরে বৈভব প্রদর্শন করতে দেখা গিয়েছে।