ওয়াশিংটন : তুরস্কের মতো আমেরিকাতেও হামলা চালাতে পারে আইএস। আশঙ্কা মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র অধিকর্তার। সিরিয়া এবং ইরাকে আইএস জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে জোটবাহিনীর নেতৃত্ব দিচ্ছে আমেরিকা। গোটা বিশ্বে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে তারা। এর ফলে আমেরিকাতেও আইএস জঙ্গিরা হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন  সেদেশের গোয়েন্দা  সংস্থা  সিআইএ-র অধিকর্তা জন ব্রেনান।
ব্রেনান বলেছেন, আইএস  প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষভাবে বিভিন্ন অঞ্চলে আঘাত হানছে। তাদের হামলার পরিধি আরও বাড়াতে পারে জঙ্গি সংগঠনটি।  তিনি বলেছেন, আমেরিকা আইএসের বিষ নির্মূল করতে সংগ্রামের নেতৃত্ব দিচ্ছে। তাই এই অঞ্চলে এমনকি, আমেরিকার  মূল ভূখণ্ডে ঢুকে মার্কিনদের ওপর হামলা চালাতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন তিনি।
ব্রেনান বলেছেন, সারা বিশ্বে অস্থিরতা এখনকার অন্যতম ইস্যু।  এই অস্থিরতা বৃদ্ধিরই সুযোগ নিচ্ছে চরমপন্থী ও সন্ত্রাসবাদীরা।  গোলমেলে পরিস্থিতিকে তারা নিরাপদ আশ্রয়  হিসেবে ব্যবহার করে।  গণতন্ত্রের নীতি-আদর্শের পরিবর্তে অনেক সরকারই কর্তৃত্ববাদকে বেছে নিয়েছে। ফলে রাজনৈতিক সংস্কার বাধাপ্রাপ্ত হচ্ছে। এ ধরনের পরিস্থিতিকেই ব্যবহার করছে সন্ত্রাসবাদীরা।